বঙ্গবন্ধু
এই নদীগুলোও লিখতে পারে, এই ছবিগুলোও
আঁকতে পারে নিজের পাশে আরেকটি ছবি-
একটি তর্জনীর,
একটি মাঠের, এবং একটি দ্রোহের,
যে দ্রোহের প্রণেতা হয়ে জন্মেছিলেন
তিনি ; বাংলার মাটিজলে, চৈত্রের ছায়ায়।
এই মাটি ও মানচিত্রের সমার্থক তাঁর নাম
এই যে বসন্ত এবং বৃষ্টি –
আমরা দেখি, কিংবা ভালোবাসি গোলাপ
তারাও প্রতিদিন সারে, তাঁরই নামে –
সকল সংলাপ।
√ নিউইয়র্ক, ১৭ মার্চ ২০১৯
বিনম্র শ্রদ্ধা । জাতিরজনকের শুভ জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি।
এই মাটি ও মানচিত্রের সমার্থক তাঁর নাম শেখ মুজিবর রহমান।
বেশ লিখেছেন।
শুভেচ্ছা প্রিয় ইলিয়াস ভাই।
শ্রদ্ধা জানাই। শুভেচ্ছা কবি দা।