বঙ্গবন্ধু

বঙ্গবন্ধু

এই নদীগুলোও লিখতে পারে, এই ছবিগুলোও
আঁকতে পারে নিজের পাশে আরেকটি ছবি-
একটি তর্জনীর,
একটি মাঠের, এবং একটি দ্রোহের,
যে দ্রোহের প্রণেতা হয়ে জন্মেছিলেন
তিনি ; বাংলার মাটিজলে, চৈত্রের ছায়ায়।

এই মাটি ও মানচিত্রের সমার্থক তাঁর নাম
এই যে বসন্ত এবং বৃষ্টি –
আমরা দেখি, কিংবা ভালোবাসি গোলাপ
তারাও প্রতিদিন সারে, তাঁরই নামে –
সকল সংলাপ।

√ নিউইয়র্ক, ১৭ মার্চ ২০১৯

5 thoughts on “বঙ্গবন্ধু

  1.  বিনম্র শ্রদ্ধা । জাতিরজনকের শুভ জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি।

     

  2. এই মাটি ও মানচিত্রের সমার্থক তাঁর নাম শেখ মুজিবর রহমান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।