না রাজনৈতিক

না রাজনৈতিক

অকেজো সব সিগন্যাল বাকচাতুর্যে একসাথে
হাত ধরে জ্বলছে-জ্বলছে-জ্বলছেই।

যে যার ইচ্ছেমত হাঁটছে, দাঁড়িয়ে যাচ্ছে
চোখগুলো মাছের অনুষঙ্গে অনুশোচনাহীন।

শেরশাহর তৈরী করা রাস্তাটাও ভেঙেচুরে
প্রত্যেক অনুসেকেন্ডে নিজের গায়ে থুতু ফেলে।

ঐ যে মেয়েটা পাশের বাড়িতে জন্মালো সেদিন
তারই উন্মুক্ত শরীর দেখতে জিভ দিয়ে জল ঝরে।

ঐ যে ছেলেটা পাশের গলিতে রাত জেগে পড়ে
তারই রক্ত দেখার কাঙাল ইচ্ছেয় ঘুমহীন।

এখন আর গর্ভবতী গ্রামে মরেনা, হাসপাতালেই…
এখন আর কোনো কুমারীই কুমারী থাকবে না।

প্রদীপের নীচে যারা আছে, অর্দ্ধেক আকাশ গালিতেও
পায়ের তলায় রাখার সব পরিকল্পনাই ফিতে মুক্ত।

কবে কোথায় শুরু হবে বন্ধ্যা জোট, কে যাবে দিল্লী
এই তবে মূলমন্ত্র, বাকিসব রসাতলে যাক।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

12 thoughts on “না রাজনৈতিক

  1. আপনার লেখা কবিতা আমাকে সবসময়ই মুগ্ধ করে, শ্রদ্ধেয় দাদা। এবারও তার ব্যতিক্রম ঘটেনি ! মুগ্ধ হলাম। শুভকামনা রইল শ্রদ্ধেয় সৌমিত্র দাদা।

  2. 'যে যার ইচ্ছেমত হাঁটছে, দাঁড়িয়ে যাচ্ছে
    চোখগুলো মাছের অনুষঙ্গে অনুশোচনাহীন।'

    এটা যেন কবিতা নয়, নন্দিত শব্দের মোড়কে যাপিত জীবনের গল্প প্রিয় সৌমিত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ঠিক বলেছো প্রিয় ভাই। শুভেচ্ছা জেনো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. মুগ্ধ হলাম। দারুণ বর্ণনাভঙ্গি।

    ❤️ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন প্রিয়জন❤️

  4. বাস্তব জীবনের খন্ড খন্ড চিত্র যেন গেঁথে দিয়েছেন কবিতার ভাঁজে ভাঁজে প্রিয় কবি সৌমিত্র দাদা। চমৎকার নির্মাণ শৈলী। মুগ্ধতা রেখে গেলাম দাদা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  5. দারুণ দাদা! সত্যি, আপনার একেবারেই নিজস্ব একটি স্টাইল আছে, যা অত্যন্ত বিরল। 

     

    অবিরত শুভেচ্ছা।       

মন্তব্য প্রধান বন্ধ আছে।