জাগো মুসলিম জাগো, জাগো মুসলিম জাগো
এসেছে সময়ে ডাক এসো হাতে হাত রাখো।
ওয়াদার নামে ওরা করে আয়না বাজি
টাকার জোরে ওরা করে শুধু কারসাজি।
ওরা দালাল ওরা ভন্ড,
ওরা দেশটাকে করেছে নষ্ট।
ইসলাম নয় জঙ্গি ইসলাম নয় সন্ত্রাস
ইসলাম মানে শান্তি নেই কোন ত্রাস।
মনে মনে এই বিশ্বাস শুধু রাখো।
মুখোশের আড়ালে ওরা ছদ্মবেশী দানব
হিংস্রের ন্যায় মেরে যাচ্ছে অসহায় মানব।
ওরা হিংস্র ওরা দুষ্টু,
ওরা করছে এই বিশ্ব রাজত্ব।
ইসলাম নয় সাদা ইসলাম নয় কালো
ইসলাম মানে ভ্রাতৃত্বের এক আলো।
মনে মনে এক প্রভুর ছবি আঁকো।
বিঃদ্রঃ এটা ইসলামী জাগরণ সংগীত। তবে হয়েছে কি না জানি না, আপনাদের পরামর্শ কামনা করছি।
১৭/০৩/১৯
"ইসলাম নয় সাদা ইসলাম নয় কালো
ইসলাম মানে ভ্রাতৃত্বের এক আলো।"
সর্বৈব সত্য বলেছেন মি. সুজন হোসাইন। জাগরণের সঙ্গীত হিসেবে ঠিক আছে।
জেনে অনুপ্রাণিত হলাম স্যার কৃতজ্ঞতা জানবেন
ওরা করছে এই বিশ্ব রাজত্ব।
কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়
নয় যুদ্ধ জেহাদ। মানুষ আমরা; চাই সৌহার্দ্য আর সম্প্রীতি।
যথার্থ বলেছেন প্রিয় কবি,, শুভেচ্ছা জানবেন
মানুষের মানবতা জাগুক।
জ্বি শ্রদ্ধেয় জাগুক মানবতা, , আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন
মনে মনে প্রভুর ছবি আঁকো।
কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়
আমাদের সবার বিবেক জাগ্রত হোক।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়,,,
ওরা মানুষবেশী জানোয়ার। ওদের রুখতে হবে।
আন্তরিক ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়,
প্রতিবাদী লেখা।
❤️ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন প্রিয়জন❤️
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়
ওরা করছে এই বিশ্ব রাজত্ব। প্রতিবাদী লেখা। সুন্দর প্রকাশ।