কেবল বোঝে তোমাকেই
অদৃশ্যতা বুঝিনা ;
বুঝিনা বাস্তবতা ;
স্বপ্ন আর সত্যের অবিনশ্বর সেতুর
মূর্তিমান কংক্রীট কেবল বোঝে তোমাকেই।
ব্যবধান বুঝিনা ;
বুঝিনা অনিশ্চয়তা ;
কল্পনার মাঝ সমুদ্র পাড় ভাঙা
নির্লজ্জ যৌবন কেবল বোঝে তোমাকেই।
নিয়ম বুঝিনা ;
বুঝিনা বারন ;
অতৃপ্ত বাসনার চল্লিশোর্ধ্ব পাহাড় ডিঙানো
উর্বরা ঝরণা কেবল বোঝে তোমাকেই।
____________________________
চমৎকার লিখেছেন,,ভালো লাগলো, ,,,
অনেক ধন্যবাদ সুজন ভাই ।
চল্লিশোর্ধ্ব পাহাড় ডিঙানো …
উর্বরা ঝরণা কেবল বোঝে তোমাকেই। অসাধারণ সত্য প্রিয় কবি রোদেলা নীলা।
বুড়া বুড়ির চাওয়া মুরুব্বী …
কথা মন্দ না।
সহজ কথায় সুন্দর হয়েছে কবি।
ধন্যবাদ ভাই।
অনেক ভাল হয়েছে কবিতাটি। অভিনন্দন প্রিয় কবি দি।
শুভেচ্ছা শতত রিয়া রিয়া ।
সরল মনের বহির্প্রকাশ।
ঠিক তাই শাকিলা তুবা ।
কেবল সেই ই বোঝে অন্তরের কথা। বাহ্ দারুণ তো বোন রোদেলা নীলা।
যে বোঝার কথা সেই-ইতো বুঝবে ,তাই না দাদা ? শুভেচ্ছা জানবেন ।