হিংসের শহর থেকে
এ শহর আমার নয়। আমার জন্ম নিবন্ধন সনদ
সংরক্ষিত নয় এখানের আর্কাইভে, তবু কিছু হংস
হিংসের ডানা দেখিয়ে ডুব দিতে চাইলো আমার পুকুরে,
কিছু ঈগল- তাদের ভাষাচক্ষু দেখিয়ে ছিঁড়তে চাইলো
আমার শব্দকেতন।
.
এসব নষ্টমহড়া দেখেছি আগেও। দূর দিয়ে উড়ে যাওয়া মেঘ
আমাকে বলেছে- আমরাও আছি কবি,
তুমিও থাকো।
ক্রমশ পৃথক করো চাঁদ ও ফাঁদের পার্থক্য।
#
শুভেচ্ছা প্রিয় কবি দা।
আমাকে বলেছে- আমরাও আছি কবি,
তুমিও থাকো।
ক্রমশ পৃথক করো চাঁদ ও ফাঁদের পার্থক্য।
এ শহর আমার নয়। আমার জন্ম নিবন্ধন সনদ সংরক্ষিত নয়।
শুভেচ্ছা কবি ইলিয়াস ভাই।
পড়লাম।