একটি আধুনিক গান।। আপন মনে পৃথিবীর ছবি
আপন মনে পৃথিবীর ছবি আঁকতে হয়তো চাইনি
তাই বলেই মেঘের ছায়ায় নিশীতে হারিয়ে যাইনি।
** হারিয়ে যাওয়ার সাধনা জীবনে
সবাই হয়তো পারে না,
রাগ-সংরাগে ডুবার অসুখ
সকল ওষুধে সারে না,
সেজন্যেই আগুনের দিকে তাকাবার সাহস পাইনি।।
** ছবি আঁকে যারা তারা তো পারে না
নিজের ছবি আঁকতে,
পৃথিবীর বাঁকে নিজের ছবিটি
জমা করে শুধু রাখতে,
পথেই হারিয়েছে আমার পথটি আমি শুধু হারাইনি।।
___________________________
√ নিউইয়র্ক [] ১১ জুন ২০১৯, মঙ্গলবার √
অনেক অনেক শুভেচ্ছা এবং সম্মান প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।
অভিনন্দন কবি ফকির ইলিয়াস।
শুভেচ্ছা কবি ফকির ইলিয়াস।
অভিনন্দন কবি দা।
অভিনন্দন আর ভালোবাসা কবি ইলিয়াস ভাই।