জীবনের গতি কখনো থামবার নয়

(১)
জীবনের গতি কখনো থামবার নয়,
সে ছুটে, কাউকে রাঙিয়ে, কাউকে ভাঙিয়ে।
কে ক্ষুদার্ত তা সে দেখবার নই।
কে দুঃখী, তা সে খুঁজবার নই।
সময়ে মাপকাঠি কার কখন দেহ কাঁঠি তা সে বুঝবার নই।
(২)
বেকারত্বের তকমা গায়ে মাখানো প্রেমিক টি প্রেম করে চলেছে ভঙ্গুর ভবিষ্যতের উদ্দেশ্যে। মায়াবতী প্রেমিকা হাতছাড়া হচ্ছে ;নির্লিপ্ত চোখে তাকিয়ে সে দেখছে! তাতে কিছুই করবার নেই।
জীবনের গতি তাতেও থামে না, সে ছুটন্ত, ছুটছেই…

গোলাম কিবরিয়া সৌখিন সম্পর্কে

গোলাম কিবরিয়া সৌখিন। চট্টগ্রামে ২০০৩ সালের ১০-ই অক্টোবর জন্মগ্রহণ করেন। তবে তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার, কসবা উপজেলায় সপরিবারে নিজ গ্রামে অবস্থান করছেন এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। উনি শৈশব থেকেই ভাবুক ও দার্শনিক চিন্তা করতে পছন্দ করেন।আর সেই ভাবনার প্রতিফলন হিসেবে কবিতার হাতেখড়ি শুরু। কবি শুধু লিখে যেতেই চান না, তিনি চান সবার সাথে উনার ভাবনা গুলোকে ছড়িয়ে দিতে এবং সেই ভিত্তিতে কবি বাংলাদেশে এবং ভারতের বিভিন্ন কবিতার অনলাইন মিডিয়ায় কবিতা লিখে চলেছেন। এবং অন্যান ভাবনা গুলি একত্র করে সমসাময়ীক লিখা লিখে থাকেন। সকলের ভালোবাসা এবং উৎসাহ নিয়ে প্রতিনিয়ত লিখে যাচ্ছেন। কবি ভবিষ্যতে কর্ম জীবনে উনার কবিতার কিছু বই প্রকাশ করার ইচ্ছে পোষণ করেন। সকলের কাছে দোয়ার দরখাস্ত নিয়ে আবেদন এই ভাবনার কবি গোলাম কিবরিয়া সৌখিনের।

5 thoughts on “জীবনের গতি কখনো থামবার নয়

  1. একসময় আপনার লিখা বেশ নিয়মিত পড়তে পারতাম। শুভেচ্ছা রইলো কবি সৌখিন। আশা করবো ভালো আছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ভালো আছি। ধন্যবাদ প্রিয়। মনে রাখার জন্য । কৃতজ্ঞতা।    

  2. বেকারত্বের তকমা গায়ে মাখানো প্রেমিক টি প্রেম করে চলেছে ভঙ্গুর ভবিষ্যতের উদ্দেশ্যে।—————চমৎকার কবি

মন্তব্য প্রধান বন্ধ আছে।