যদি আকাশ হই

MarsJu

এমন কত অপেক্ষার দিন চলে গেছে
ক্ষয়ে গেছে মধ‍্যাহ্ন দুপুর
হারিয়ে গেছে অগুনতি হলুদ বিকেলের রোদ রং
মেঘের ডানায় উড়ে গেছে আবির মেশানো গোধূলি সন্ধে
খুন হয়েছে আমার কবিতা লেখার কোটি কোটি রাত;
সাজানো প্রহর ভেঙেছে স্বপ্ন’র কুঁড়িতেই —
আহা! শুধু কবিতা লেখার রক্তাক্ত ডায়েরিটা আজ ও আমি আগলে রেখেছি বুকে,
আমি শুধু সমুদ্রের দিকে নির্বাক চোখে চেয়ে থেকেছি অনন্ত কাল;
জীবন এক ছায়া শরীর
দৃষ্টি ফেরানো যায় না —
মেঘের ঠোঁটে ক‍্যামন বৃষ্টির ঘ্রাণ লেগে থাকে
আকাশকে নিয়েই ভেবেছি বহুদিন,
তখনো অভিমানী নীল চোখে বৃষ্টি সে ভাবে জমে উঠেনি।

পুরোনো দিন ক‍্যামন গোপন করি
অনিন্দ‍্য সুন্দর পৃথিবী একদিকে
আকাশ অন‍্যদিকে,
আকাশের সাথে আমার অবেচ্ছদ‍্য বন্ধন চিরকাল
যা কখনো ছিঁড়বে না –
যদি আকাশ হই আমি
নীল টুকু ও আমার চাই
নীল শূন্য আকাশ বেমানান:
মেঘ শূন্য আকাশ হতে চাই না
ভাললাগা এক শ্রাবণ বিকেলের বৃষ্টি ভেজা মাধবীলতার স্পর্শ
আমাকে নিয়ে যায় কেবল কবিতার কাছে
আমি তখন অরণ‍্যের পথে ধোঁয়া ধোঁয়া কুয়াশার মায়াজালে কবিতায় নিজেকে বাঁধি।

প্রকৃতির নিবিড় বাতাসে ছড়িয়ে পড়েছে
কদম ফুলের মোহনীয় সুঘ্রাণ।
দুরন্ত কৈশোরের মত ছটফটে উচ্ছ্বাল দূর্ণিবার শিমুল তুলো মেঘের মত
যদি আকাশ হই এই আমি
অবাক হব না একটুও।

3 thoughts on “যদি আকাশ হই

  1. দুরন্ত কৈশোরের মত ছটফটে উচ্ছ্বল দূর্ণিবার শিমুল তুলো মেঘের মত
    যদি আকাশ হই এই আমি
    অবাক হব না একটুও। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।