এই শিশুটির নেই জামা বই
নেই তো খেলার বল,
শুধুই আছে চরম খিদে
গরম চোখের জল।
ওই শিশুটির অথৈ সুখ আর
কতই ব্যাগে বই,
খেলনা ঘরে হরেক তবু
খেলার সময় কই?
দুইটি শিশুই সুইটি ভারি
ভুঁইটি তবু কারা-
চাষ করে আর ঘাস মারা বিষ
দেয় ছড়িয়ে তারা!
এই শিশুটির নেই জামা বই
নেই তো খেলার বল,
শুধুই আছে চরম খিদে
গরম চোখের জল।
ওই শিশুটির অথৈ সুখ আর
কতই ব্যাগে বই,
খেলনা ঘরে হরেক তবু
খেলার সময় কই?
দুইটি শিশুই সুইটি ভারি
ভুঁইটি তবু কারা-
চাষ করে আর ঘাস মারা বিষ
দেয় ছড়িয়ে তারা!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
পদ্যটি অসামান্য সরল সত্যে ভরা। ভীষণ ভালো হয়েছে কবি।
তবে মন ভরলো না; আরও পড়তে ইচ্ছে করছিলো। সরল স্বীকারোক্তি।
ধন্যবাদ দাদা। শুভকামনা নিরন্তর।
হৃদয় ছোঁয়া লেখনী।❤️
ধন্যবাদ।