হারানোর ভয় নেই

এক পেয়ালা মদ গিলে
রাতের জ্বোৎস্নায় একা একা গল্প শ্রেয়
দেড়হাজার খরচ করে প্রেমিকার সাথে
ডেটিং করার চেয়ে

সারাদিন মেসেজ কিংবা কল
আহ্লাদের চেয়ে দু’ঠোঁটে ধোঁয়া উড়াও
পাবে শান্তি, বিশ্বাস হারানোর ভয় নেই

মিথ্যে প্রতিশ্রুতির হেয়ালীপনায়
সময়গুলো মুমূর্ষ করার চেয়ে
চন্দ্রমুখীর বিছানায় স্পর্শহীন গল্পে
মাতিয়ে সুখ খুঁজো, প্রেম হারানোর কষ্ট নেই

মায়াবী স্বপ্ন জালে হারানোর চেয়ে
সমুদ্রগর্জনে আর্তনাদ বিলিয়ে দাও
হিমেল হাওয়ায় হয়তো এক মুঠো সুখ
ছুঁয়ে যাবে, নীলিমার ছলণা নেই

বাবু সোনা জান কে হারিয়ে দাও
পাহাড়ী অরণ্য প্রেমে সঁপে
খুঁজো প্রকৃতির অচেনা ভালবাসা
ঝর্ণার সুরে মিটিয়ে নাও একাকীত্বের তৃষ্ণা
পাবে সুধা, যাতনা পাওয়ার ভয় নেই

লিটনের ফ্ল্যাটে বা অন্ধকার রেস্তঁরায়
শরীর গরমে বিশ্বাস হারানোর চেয়ে
নর্তকীর ঘরে সুরা পানে রঙ্গ শ্রেয়
থেতলে যাওয়া পঁচা ঘা বিশ্বাস নিয়ে
একাকী বেঁচে থাকার ভয় নেই।

১৪ : ৩০
১৬/০৭/১৮ইং

ইকরামুল শামীম সম্পর্কে

ইকরামুল হক ( শামীম ) পেশা : সমাজকর্মী, লেখক ও আইনজীবী । জন্মস্থানঃ ফেনী বর্তমানঃ ঢাকা, বাংলাদেশ স্ট্যাডি ব্যাকগ্রাউন্ডঃ ১.মাস্টার্স ইন ভিক্টিমলজি & রেস্টোরেটিভ জাস্টিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. মাস্টার্স ইন পলিটিক্যাল সাইন্স। ৩. ব্যাচেলর ডিগ্রী অব সোশ্যাল সাইন্স। ৪. ব্যাচেলর অব 'ল'। কর্মঃ ১. ফাউন্ডার, বাংলাদেশ রেস্টোরেটিভ জাস্টিস সোসাইটি. ২. জুনিয়র ল'ইয়ার, জেলা জজ কোর্ট। ৩. এক্স এ্যাস্ট. কো-অর্ডিনেটর, বিশ্ব সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সংস্থা, বাংলাদেশ। ৪. এক্স- ট্রেইনার(HIV & DOWRY), টালফ অর্গানাইজশন, বিডি। বর্তমানে তিনি " ক্ষতিগ্রস্থদের সহায়তা এবং অপরাধীদের সংশোধন" নিয়ে কাজ করছেন। রাজনীতিঃ দেশপ্রেম। প্রিয় লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুন। সখঃ ভ্রমণ করা, কবিতা পড়া এবং দাবা খেলা।

5 thoughts on “হারানোর ভয় নেই

  1. আপনার কবিতা পড়ে তৃপ্তি পাই। তবে শব্দনীড়ে আপনার উপস্থিতি কম বলে মন্তব্য বা পাঠক-লেখকে সম্পর্কের বন্ধন ঠিকমতো জুড়ে উঠতে পারছে না। শুভেচ্ছা নেবেন কবি।

  2. চমৎকার ভাবনা । সঠিক মনোভাব। 

    শুভেচ্ছা-সহ  শুভকামনা থাকলো।   

  3. বাবু সোনা জান কে হারিয়ে দাও
    পাহাড়ী অরণ্য প্রেমে সঁপে
    খুঁজো প্রকৃতির অচেনা ভালবাসা
    ঝর্ণার সুরে মিটিয়ে নাও একাকীত্বের তৃষ্ণা
    পাবে সুধা, যাতনা পাওয়ার ভয় নেই৷  

     

     

     

    ওয়াও। দারুন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।