ব্যাস্ততা এবং ল্যাপটপের ধীর গতি

আজ সকালে অনেক দূর গিয়েছিলাম ব্যাক্তিগত কাজে। ফিরেছি রাত ৯টায়।
তারপর একটি কবিতা আবৃত্তির ডিরেকশনের কাজ করলাম ভোর ৪ টা পর্যন্ত।
এদিকে ল্যাপটপে ইদানীং ঝামেলা হচ্ছে, ধীর গতিতে কাজ করছে তাই এতো সময় লাগলো।
অবশ্য ঈ স্ক্যান সরিয়ে ঈ সেট আন্টি ভাইরাস নিয়েছি।
কাল দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত একটি সাহিত্য আসরে থাকবো।
দস্যু ভাইয়ের পদ্ম ফুলের পোষ্ট পর্যন্ত পড়া আছে বাকিগুলো আমার হিসেব করা আছে।
কাল রাতেই বাকি সব পোষ্ট পড়ে নেবো। একদিনে ১৫ টার বেশী পোষ্ট আসে না।
আজ এবং আগামীকাল শব্দনীড়ে থাকতে পারছি না বলে আন্তরিক ভাবে দুঃক্ষিত!

17 thoughts on “ব্যাস্ততা এবং ল্যাপটপের ধীর গতি

  1. আমরা আপনাকে মিস করবো স্যার। শুধু অবসর নয় ব্যস্ততার মাঝেও আপনাকে চাই। :)

    1.  শন্দনীড়ে না এসে থাকতে পারি না প্রিয় মুরুব্বী।

      সবাইকে কেনো যেনো বেশ আপন মনে হয়!

  2. ইচ্ছে না থাকলেও ছুটি মঞ্জুর করা হইলো।
    আমিও প্রতি মাসের শেষ শুক্রবার নেটের জগৎ থেকে ছুটি নেই। চলে যাই ঢাকার বাইরে কোন এক এলাকায় ঐতিহাসিক ভবনের সন্ধানে। রওনা হই ভোর সাড়ে পাঁচটায়, ফিরতে ফিরতে রাতের ৯টা থেকে ১২টাও বেজে যায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. ছুটি  দেয়ার জন্য ধন্যবাদ প্রিয় দস্যু ভাই!

      আমি কোথায় যেনো পড়েছিলাম আপনি বাড্ডা থাকেন।

      আমার অফিস কিন্তু বনশ্রীতে! আসুন না একদিন অফিসে কিংবা কোনও রেস্টুরেন্টে কফি খেতে খেতে ইমগুর বা আপনার ছবি কাহন নিয়ে কথা বলা যাক!

    1. জ্বী, ঠিকই বলেছেন প্রিয় কবি। আজ ল্যাপটপে তেমন কোনও সমস্যা পাচ্ছি না!

  3. শব্দনীড়ে আমি এক শব্দ প্রতিবন্ধী । আমি আমার কানের চিকিৎসায় আছি। আশা করি কয়েকদিনের মধ্যেই ব্লগে হাজির হচ্ছি। সবার আশীর্বাদ প্রার্থনা করছি।

    1.  আমি ফেসবুকে আপনার ডাক্তারের নাম দেখেছি! বেশী সমস্যা হলে কলকাতা যেতে পারেন। এখানে আমাদের অনেক ভাই-বোন কলকাতায় থাকেন। উনাদের পরামর্শ নিতে পারেন। আমি জানি কলকাতায় আপনার দিদি থাকেন। সেখান থেকেও খবর নিয়ে দেখতে পারেন। কান-চোখ এগুলো সেন্সেটিভ পার্ট!!!

    1.  আজকের সাহিত্য আসরটি বেশ ভালো হয়েছে প্রিয় কবি দি।

      আমি আমার স্বরচিত একটি কবিতার আবৃত্তি না করে থাকতে পারলাম না!

      করতেই হলো! কি আর করা!

  4. কম্পিউটার/লেপটপ গুলি বড্ড বেয়ারা। যখনই কোন তারাহুরা থাকে তখনই তারা নিজের পছন্দের গতিতে হেল্কিয়া দুলিয়া চলে আমার কথা ওরা ভাবেনা।

    আপনার ছুটি মঞ্জুর করা গেলনা তবে উনুপস্থিত করা হবেনা, কাজ সেরে শিঘ্র চলে আসুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1.  হাজিরা খাতায় উপস্থিত রাখার জন্য ধন্যবাদ জানবেন প্রিয় খালিদ ভাই!!!

    1.  বিশ্রাম নিতে পারলাম না প্রিয় কবি! সাহিত্য আসর শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত ১০ঃ৩০ বেজে গিয়েছিলো।

      জানি না আপনাকে কেনো জানি বেশ ট্যালেন্ট মনে হয় আমার কাছে।

      হুমায়ুন আহমেদ বলেছিলেন, "মেয়েদের তৃতীয় চোখ থাকে – কেউ তার প্রেমে পড়েছে কিনা তা তারা চট করে বুঝে ফ্যালে"

      আমার মনে হয় ২.৫তম একটা চোখ আছে যেটা দিয়ে জ্ঞানী মানুষকে আঁচ করতে পারি! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Paper.gif.gif

  5.  

    প্রিয় ইলহাম, আমিও আজ কয়েকদিন পরে শব্দনীড়ে লগিন করে ব্যক্তিগত বার্তাতে আপনার বার্তা দেখে বেশ পুলকিত হয়েছি। আসলে শব্দনীড়ে ব্যক্তিগত ম্যাসেজের উত্তর কিভাবে দিতে হয় সেটা আমার কাছে এখনো ক্লিয়ার হয় নাই। তাই অন্য মাধ্যমে আপনার উত্তর দিতে হয়েছে। 

    আপনি কবিতা আবৃত্তির ডিরেকশনের কাজ দিচ্ছেন সেটা জেনে আমার বেশ ভালো লাগছে। নিশ্চয়ই আমাদেরকে আবৃত্তি শোনার সুযোগ করে দিবেন। 
    কাজের চাপ সেরে ফিরে আসুন। আমরা আপনার প্রত্যাশায়। 

    শুভেচ্ছান্তে 

মন্তব্য প্রধান বন্ধ আছে।