মনোমুগ্ধকর মনোহৃদয়ও উচ্ছ্বাসে

মনোমুগ্ধকর মনো-হৃদয়ও উচ্ছ্বাসে
মেঘের পালকিতে চড়ে আকাশে ভেসে
শিবসা-পাড়ের সবুজ ঘাস আর ঘাসফুলের দলে
শরতের নীড়ে উঁকিঝুঁকি কাশবনের আড়ালে
মাচু পিচু, সিন্ধু এবং পুণ্ড্র নগরীর প্রাচীরে
আলেকজান্দ্রিয়া, পারসেপলিস এবং ঝুলন্ত উদ্যান— মনোরমপুরে
কৃষ্ণ-লোহিত-লৌহিত্যের বন্দর-দ্বীপ-জল-তটে
ভোরের নক্ষত্র পথ দেখায়— স্বরচিত পটে
অন্নপূর্ণা ও পিলাতুসে সাদা বরফ আলো ঝলমলে
রোদের কিনারে ভিড়ে মোমের মতন গলে
শিশির ভেজা চন্দ্র-নিশিত-রজনী গায় মেখে
আমরা গিয়েছি দুজনে হারিয়ে— সবার অলক্ষ্যে
মনোমুগ্ধকর মনো-হৃদয়ও উচ্ছ্বাসে
মেঘের পালকিতে চড়ে আকাশে ভেসে!

মৃধা মোহাম্মাদ বেলাল সম্পর্কে

মৃধা মোহাম্মাদ বেলাল তরুণ লেখক ও কবি। জন্ম ১৯৯৬ সালে ৫ই জুন, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার দক্ষিণ কোদালপুর গ্রামে। পিতা- ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল খালেক মৃধা, মাতা- গৃহিণী হোসনেয়ারা বেগম। চার ভাই-বোনের মধ্যে তিনিই জ্যেষ্ঠ। লেখালেখির অভ্যাস নবম শ্রেণি থেকে। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত লিখে যাচ্ছেন কবিতা, কলাম ও ফিচার। তার লেখায় ফুটে উঠেছে অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনা, সমকালীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা, নাগরিক অধিকারের বহু মাত্রিক দিক এবং প্রেম-বিরহ-প্রণয়। বর্তমানে তিনি বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে চতুর্থ বর্ষে অধ্যয়নরত।

14 thoughts on “মনোমুগ্ধকর মনোহৃদয়ও উচ্ছ্বাসে

  1. কবিতায় যাত্রা শুরু। শব্দনীড় অভিযান। সুন্দর কবিতার জন্য আপনাকে ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. দোয়া রাখবেন নিশ্চয়ই। শব্দনীড়ে অনেকদূর যেতে চাই! 

  2. আপনার লেখা আমার ভীষণ পছন্দ হয়েছে। নিয়মিত লিখবেন এই প্রত্যাশায় স্বাগতম।

    1. ধন্যবাদ রিয়া রিয়া  দিদি! শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন! 

  3. আমরা গিয়েছি দুজনে হারিয়ে— সবার অলক্ষ্যে
    মনোমুগ্ধকর মনো-হৃদয়ও উচ্ছ্বাসে
    মেঘের পালকিতে চড়ে আকাশে ভেসে!

    বাহ চমৎকার ! 

মন্তব্য প্রধান বন্ধ আছে।