মনখারাপে যখন তখন
প্রতিটা মানুষের মাঝেই একজন কবি বাস করে
এক একজনের মন কবিতা লিখে এক এক ভাবে
যার যার কাব্যরস আস্বাদন নিজ নিজ কাজে
আর কবিতা কথা কয় মনের ভাঁজে;
কারো চাঁদ উঠলে ভাবের উদয়, তো কারো তারা ফুটলে
কারো জ্যোৎস্নায় তো কারো অমাবস্যায়
কারো সূর্যোদয়ে কারো কারো সূর্যাস্তে
আমার শুধুই তো’তে;
কারো কারো বৃষ্টি দেখলেই ভাবের উদয়ে মন নূপুর
মজুরের মন ভাবলেশ ঘামে ভেজা তপ্ত দুপুর
একঘেয়ে হাপর টানছে বাচ্চা ছেলেটা ঘামে চপচপ জামা
তপ্ত লোহা বেয়ে হাতুড়ির ঠাস ঠাস ঠাসও কামারের সা রে গা মা
ঠক ঠক ঠক ঠোঁটের নাচন, কাঠঠোকরার ঠোকর গানে
কাঠুরের ভাবের উদয় কুড়াল হাতে ঠক ঠক ঠক গাছের জানে
ছুঁড়িতে, ছুঁড়িতে ধারের তালেই কষাই এর মনে গান হয়
কোন কোন খুনির মনে রক্ত দেখলেই কাব্য উদয়
প্রতিটা মানুষের মাঝেই একজন কবি বাস করে
কেও কাগজে লিখে কেও লিখে মন
আমি মিছেই আঁকতে চাই তোকে
মনখারাপে যখন তখন।
'প্রতিটা মানুষের মাঝেই একজন কবি বাস করে
কেও কাগজে লিখে কেও লিখে মনে।'
আপনার কথা গুলোন যথেষ্ঠ গুরুত্বপূর্ণ। আজকাল আমি আর লিখতে পারি না। কবিতার চরণের মতো আমিও লিখি মনে। ভাব প্রকাশে প্রকাশটাই অণু হয়ে যায়।
সুন্দর
আপনার প্রকাশটাই ভালো লাগে।
কবি জীবন বাবুর এই কবিতাটিও অসাধারণ হয়েছে।
সুন্দর প্রকাশ

শুভকামনা থাকলো

ঠক ঠক ঠক ঠোঁটের নাচন, কাঠঠোকরার ঠোকর গানে
কাঠুরের ভাবের উদয় কুড়াল হাতে ঠক ঠক ঠক গাছের জানে
* চমৎকার…
আপনি যে কোনও কবিতা বেশ সুন্দর ফুটিয়ে তুলতে পারেন বলে আমার কাছে মনে হয়েছে!
শেষ দুটি কবিতা আগেরগুলোর মতো না হলেও কবিতা ফুটিয়ে তোলার বিষয়টা লক্ষ্য করেছি!!!!