প্রিয় বঙ্গমাতা,
এই বঙ্গোপসাগরের তীরে
এই বঙ্গদেশ বিনির্মাণে
বঙ্গবন্ধুর তীব্র আন্দোলনে
সুদৃঢ় বজ্রকণ্ঠে, আদর্শে, চিন্তা-চেতনায়
তুমিই যে ছিলে তাঁর সংগ্রামের অনুপ্রেরণায়
আজ তা আমরা জেনে গেছি।
এই বঙ্গের জন্য
কারাবরণের চিহ্ন
জাতির পিতার
বাইশ বার।
কতবার যে তুমি জেল গেটে গিয়েছো
প্রতিবার যে রুল টানা কাগজ নিয়েছো
বারবার যে বঙ্গবন্ধুকে লিখতে বলেছো
আজ তা আমরা সবাই জেনে গেছি
তাইতো আজ আমরা দুটো বই পেয়েছি
কারাগারের রোজনামচা পড়েছি
অসমাপ্ত আত্নজীবনী পড়েছি
আমরা সত্য জেনে গেছি।
আগরতলা ষড়যন্ত্র মামলার কারণে
উত্তাল জনসমুদ্র যখন পূর্ব পাকিস্তানে
লাহোর গোলটেবিল বৈঠকে
ডেকেছিলো যখন বঙ্গবন্ধুকে
একমাত্র তুমিই বুঝতে পেরেছিলে
ষড়যন্ত্রের সবকটি যন্ত্র যাবে বিফলে
নিষেধ করেছিলে বঙ্গবন্ধুকে
যেওনা ওই গোলটেবিল বৈঠকে।
অতঃপর !
অতঃপর এলো সেই ৭ই মার্চ
বজ্রকণ্ঠে কেঁপে উঠলো পৃথিবী
“ভালো হবে না
সাত কোটি মানুষকে
দাবায় রাখতে পারবা না
তোমাদের যে কিছু আছে
তাই নিয়ে প্রস্তুত থাকো
এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ”
তারপরের ইতিহাসও আমরা জেনে গেছি
আলোকিত স্বাধীন বাংলাদেশ পেয়ে গেছি।
প্রিয় বঙ্গমাতা,
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,
অর্ধেক তার
প্রাপ্য তোমার
নয় শুধু তা হয়ে
বঙ্গবন্ধুর অর্ধাঙ্গিনী।
তোমার দূরদৃষ্টি
নিবিড় অন্তর্দৃষ্টি
প্রখর দূরদর্শিতা
অসম সাহসিকতা
দেখেছি আমরা
এই বঙ্গোপসাগরের তীরে
এই বঙ্গদেশ বিনির্মাণে
বঙ্গবন্ধুর তীব্র আন্দোলনে
সুদৃঢ় বজ্রকণ্ঠে, আদর্শে, চিন্তা-চেতনায়
তুমিই যে ছিলে তাঁর সংগ্রামের অনুপ্রেরণায়
যা এনে দিয়েছে তোমায় এই সম্মান
নয় শুধু হয়ে তা বঙ্গবন্ধুর অর্ধাঙ্গিনী।
.
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব: জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি ও নিবেদিত কবিতা।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিনে আমাদেরও শ্রদ্ধাঞ্জলি।
অর্ধেক তার প্রাপ্য তোমার হে বঙ্গমাতা। শ্রদ্ধা জানাই।
জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি।
শ্রদ্ধা।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিনে আমাদেরও শ্রদ্ধাঞ্জলি রইল।