স্বপ্নরাজ

কত রঙের স্বপ্ন বুনি প্রতিনিয়ত;
লাল নীল হলুদ বেগুনি আর-
নাম না জানা হাজার রঙের স্বপ্ন!
কোনোটা বাহারি, কোনোটা বিমূর্তপ্রায়!
হরদম জাগরণে, অঘোর ঘুমের ঘোরে
বিরামহীম স্বপ্ন বুনে যাই অহরহ–
কখনো বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে আসি নিমিষে
পাতাল পুরীর অপ্সরার সনে বসি প্রেমালাপে
কখনোবা বিলগ্রেটকে হার মানিয়ে ধন কুবের সেজে
বিশ্বের সব সুখ কিনে নিই অনায়সে!
কখনো দানবীর সেজে যাই হাজী মহসিনের চেয়ে বেশ
জগতের যত সুনাম কুড়িয়ে আনি অহর্নিশ!
নাসাকে হার মানিয়ে শূর্ণ্যে বসিয়ে স্যাটেলাইট
সৌরজগৎ নিয়ে আসি হাতের মুঠোয়–
আমি যে স্বপ্নচারী, স্বপ্ন বুনে যাই অহরহ
লাল নীল হলুদ বেগুনি উজ্জ্বল রাঙা সব
মলিন ধূসর কিংবা ঘোলাটে স্বপ্ন দেয়না ধরা মম দর্পনে
আমি যে হারতে জানিনে, পাওয়ার স্বপ্নে বিভোর–

ক্ষুধিতের মিছিলের সৈনিক আমি নই
লাশের মিছিলের সৈনিক আমি নই
নাগাসাকি আমার ক্যানভাস নয়!
পরমাণু যুদ্ধের সেনাপতি আমি নই
হাঘর হাভাত শব্দ দুটো আমার রাজ্যে নাই
সুখের শুধু সুখের নহর বইছে চৌধারে-
আমি এমনই স্বপ্নের স্বপ্নরাজ!!

9 thoughts on “স্বপ্নরাজ

  1. আমি এমনই স্বপ্নের স্বপ্নরাজ !!

    আত্ম প্রত্যয় আপনাকে নিয়ে যাবে অনেক অনেক দূর। কষ্টকল্পনার জাগতিক বাস্তবতা ব্যতিরেকে … ক্ষয়িষ্ণু জীবনকে আঁধারে ঢেকে ফেলার আগে পৌঁছুবেন গন্তব্যে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ** আশির্বাদ কাম্য প্রতিনিয়ত…
      বড্ড দুঃসময় পার করছি।
      অর্থনৈতিক নয়, পারিবারিক নয়–
      এক অবর্ণনীয় দুঃসময়!!

    2. মনে শক্তি এবং ধৈর্য্য ধরে রাখুন স্যার। নট টু উয়োরি।

    1. *ধন্যবাদ প্রিয় কবি…

    1. * অনেক অনেক ধন্যবাদ…

  2. মানুষ এমন স্বপনই দেখে।
    স্বপ্নের এমন প্রকাশ ভাল লেগেছে। অনেক শুভেচ্ছা রইল প্রিয় কবি।

    1. *প্রিয় কবি, অনেক অনেক ধন্যবাদ…

মন্তব্য প্রধান বন্ধ আছে।