নিজেকে বড্ড চালাক ভাবি

সহস্রলোচন হয়ে সহস্র চক্ষু দিয়ে গিলি
নিজের বা ধার করা যখন যা সুবিধে
ভালোবাসাতে খালি ঘেন্না ভরিয়ে দিই

যেটা দরকার সেটা খালি করতে অপারগ
স্বার্থে টানাটানি পরে যায় নিজের ভবিষ্যৎ
দেখতে হবে না ? অন্যেরটা ত মুফত ব্যবসা
শুধু শখের জন্য করে রোজগারের ত’ নয়

নিজেকে বড্ড চালাক ভাবি যেন সবাই বোকা।

4 thoughts on “নিজেকে বড্ড চালাক ভাবি

  1. সার্বিক এবং মনস্তাত্ত্বিক অর্থে বিবেচনা করলে এটা সত্য যে আমরা আসলে নিজেরা নিজেকে বড্ড চালাক ভাবি। ভিন্ন অর্থে এই ভাবনাটিকে আমি নিরস থাকার চেয়ে সরসে আবৃত থাকাকে পজেটিভ থাকা বুঝি।

    মিথ্যে হলেও থাকনা এমন ভাবনা !! ক্ষতি কি !! :) শুভেচ্ছা প্রিয় দেবী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. আসলেই তাই। আমরা আমাদের নিজেকে বড্ড চালাক ভাবি। দারুণ দিদিভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।