একজন ঋণগ্রস্ত কবির কথা
একজন আজন্ম ঋণগ্রস্ত কবির কথা বলি
তাঁর ছেঁড়া পকেটের পকেটঘড়িটার কথা বলি
যে কবি জন্মের কাছে ঋণী তাঁর কথা বলি
যে কবি সুবেহ সাদিকের কাছে ঋণী, তাঁব কথা বলি!
যে মাটিতে কবি এখন নতোমুখে পাই পাই
করে হাঁটেন….
কবি হাঁটেন…., হাঁটতেই থাকেন… হাঁটতেই থাকেন
মাটি টের পায় না
কবিও টের পান না
আমি সেই কবির আজন্ম শব্দঋণের কথা বলি!
একটি সরস কবিতার আশায় যে কবি বৃক্ষের দিকে
তাকিয়ে থাকেন
নগদানগদি সবুজ গায়ে মাখেন
চিরহরিৎ পত্রগুলো চোখে মাখেন
লতাগুল্মের দিকে অপলক চোখ রাখেন
আমি সেই কবির আজন্ম বাক্যঋণের কথা বলি!
যে কবি মাটি দিয়ে হাঁটতে হাঁটতে আকাশ
দিয়ে হাঁটেন
যে কবি পদদলিতা পিঁপড়ের কথা ভাবতে ভাবতে
প্রলেতারিয়াতদের কথা ভাবেন
যে কবি তাঁর কবিতায় মানুষের ছবি আঁকেন
আমি সেই কবির অনাদায়ী ঋণের কথা বলি!
অপলক শুধু পড়েই গেলাম কবিতাটি। কবিকূল ঋণগ্রস্ত কবির কথা এভাবে খুব কমই বলেন। ___ অসাধারণ লিখন। শুভ সকাল প্রিয় কবি।
আন্তরিক কৃতজ্ঞতা জামান ভাইয়া।
কবিকথন অসাধরণ হয়েছে কবি দা। শুভেচ্ছা জানুন।
আন্তরিক ধন্যবাদ দিদি।।