গুরু-শিষ্যের কথোপথন

গুরু-শিষ্যের কথোপথনঃ

শিষ্য গুরু লেখালেখি বাদ দিতে চাই।
গুরুঃ সাধু! সাধু! কেনো বাদ দিবে?
শিষ্যঃ কী হবে লিখে গুরু! কোনো হিসাব ইতো-ই মিলে না।
গুরুঃ সাধু! সাধু! যদি তুমি এতোদিন মানুষের জন্য লিখে থাকো, তাহলে এখনো তাদের জন্য লিখে যাও।
আর যদি এতোদিন নিজের জন্য লিখে থাকো, তাহলে এখনি লেখালেখি ছেড়ে দাও!!
শিষ্যঃ খুব কঠিন কথা গুরু। আমাকে ভাবতে হবে।
গুরুঃ সাধু! সাধু!!

3 thoughts on “গুরু-শিষ্যের কথোপথন

  1. বাহ্ কবি দা। বেশ মজার লেখা উপহার দিয়েছেন তো!!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. "সাধু! যদি তুমি এতোদিন মানুষের জন্য লিখে থাকো, তাহলে এখনো তাদের জন্য লিখে যাও।
    আর যদি এতোদিন নিজের জন্য লিখে থাকো, তাহলে এখনি লেখালেখি ছেড়ে দাও!!" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।