চিরমুক্তি

চিরমুক্তি

আমরা বসবাস করি এক কঠিন বাস্তবে
যেখানে চলন্ত বাসে বাসে ধর্ষিতা রমনী
রাতের পর রাত অঞ্জলি দেওয়া বিপন্ন অস্তিত্ব
যেন আদিম বর্বতার পোশাক এখনো অটুট।

যোনি থেকে ঝরে অবিশ্রান্ত রক্তের ধারা
অন্ধকারে হারিয়ে যায় কত না তরুণী
যারা কোনদিন বাঁচার স্বপ্ন দেখেছিল।
প্রতিবাদের ভাষা যেন হারিয়ে ফেলেছে সমাজ !!

হিংস্র শ্বাপদের লোভাতুর চোখ এড়িয়ে
ওরা কি খুঁজে পাবে এক বিশ্বস্ত ঈশ্বর ?
এক নির্লোভ জগতের প্রতিশ্রুত আচ্ছাদন ?
বিকৃত কামনার হাত থেকে চিরমুক্তি ?

5 thoughts on “চিরমুক্তি

  1. ঠিক তাই। আমরা বসবাস করি এক কঠিন অসম্ভবের বাস্তবে। চিরমুক্তি প্রশ্নবিদ্ধ। :(

  2. যারা কোনদিন বাঁচার স্বপ্ন দেখেছিল।
    প্রতিবাদের ভাষা যেন হারিয়ে ফেলেছে সমাজ !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।