এই যে তোমাকে ছুঁয়ে আমার নতুন জন্ম হয় রোজ রোজ, তুমি মায়ের মত এক নারী;
এ তোমার নব-মাতৃত্ব!
যুগপৎ এই জন্ম আমার, এ জন্ম তোমার।
তুমি এক প্রেমিকা মাতৃ-জন্ম নাও,
আমি নেই সেই মানবজন্ম; যা পূর্ণ করে তোমার মাতৃ-প্রকৃতি,
যুগপৎ এ মাতৃত্ব তোমার, এ মাতৃত্ব আমার।
(মে ১২, ২০১৯)
বেশ ভাবনাময় কবি দা
ধন্যবাদ ও শুভেচ্ছা কবি আলমগীর সরকার লিটন
অসাধারণ মি. জাহিদ অনিক।
ধন্যবাদ মুরুব্বী। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইলো।
যথারীতি উন্নত লেখা। শুভেচ্ছা রইলো কবিবর।
ধন্যবাদ অর্ক। ভালো থাকবেন।
অসাধারণ কবি জাহিদ অনিক।
ধন্যবাদ সুমন আহমেদ
ভালো থাকবেন
পূর্ণ মানের কবিতা জাহিদ অনিক ভাই।
সৌমিত্র চক্রবর্তী দাদা, মন্তব্য্যে্য আপ্লুত হইলাম।
সম্মান কবি দা।
কৃতজ্ঞতা ও শুভেচ্ছা দিদিভাই
ভালো লিখেছেন কবি।
ধন্যবাদ ও শুভেচ্ছা কবি