বোধ এবং শোধের গল্প

বোধ এবং শোধের গল্প

আজ কোনো কবিতা নেই, নিদারুণ নিস্তব্ধতা আছে
আজ শুধু শব্দের নৈঃশব্দতা আছে
মৃত্তিকাভেদে ফসলি জমির উর্বরতার পার্থক্য আছে
হাুতুড়ি আছে, শাবল আছে
গভীর মূলের কিছু অগভীর ভাবনার ছেলেধরা আছে
ভালোবাসা নামের কিছু মূল্যহ্রাস তৈজসপত্র আছে!!

আছেন কোনো খামখেয়ালি ক্রেতাসাধারণ…?
পথের ধূলোর দামে উড়াল সড়ক দেবো
গ্যারান্টি দেবো যানজট নামের কোনো রোগবালাই নেই
পতপত করে উড়ে যেতে পারবেন মন থেকে মনন
বাজিগরের মতো মুফৎ জিতে নিতে পারবেন মায়ার
কানন।।

বিরহের ধারালো কাঁচিতে নগদ প্রেম কাটতে শিখুন
শরবত ভেবে সাদা পানির দু’একটি স্বপ্ন আঁকুন
খাঁটি কিছু ভেজাল, পাহাড়ি তেলে ভাজা ভাজা করুন
অতঃপর
হৃদয়ের সব তাঁর………. টেনেটুনে ছিঁড়ে ফেলুন
অতঃপর ভাবুন
আজ পৃথিবীর কোথাও কোনো অক্সিজেন নেই
দম একবার ছাড়লেই পৃথিবীতে আপনার সমস্ত দেনা
পরিশোধ,
আজ আমার কোনো কবিতা থাকতে নেই………….
এখনো সময় আছে জেগে উঠুক বোধ
নয়ত সাহসী সময় একদিন নিবে সময়ের প্রতিশোধ!

2 thoughts on “বোধ এবং শোধের গল্প

  1. অসাধারণ একটি কবিতা। ইদানিং আপনি দারুণ সব কবিতা লিখছেন প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।