এই অবেলায়
ভাল নেই আমি…!
চারপাশে মৃত্যুর দাবদাহ
চারপাশে ছলাকলা
ছলনার সীসমহল,
সুস্বাদু খাবারেও নোনা
রক্তকণিকার আঁশটে আলপনা।
ভাল নেই আমার জানালার পাশে
গাছপালা বন্ধুর দল,
চোখ ফেটে জল ও আসেনা
এই কালবেলায়,
রসিকতা কবেই বিদায় নিয়ে
চলে গেছে অনির্দ্দেশ দিগন্তসীমায়।
ভাল হতেই চেয়েছিলাম
আমি, আমরা এবং সবাই,
ভাল থাকতে পারিনি কেউই…
ভাল থাকতে পারিনা কিছুতেই …
Darun Chondo Kothon , Suvecca Kobi Bondhu