আসামি
অতি যত্নে,
কত রত্নে
ভরিয়ে তুলে,
উদ্দেশ্য ভুলে
গড়েছিলে সাধের অট্টালিকা।
ক্ষণিকের চরাচর,
সুখের বরাবর
ঝটকা তুফান এসে,
দিয়ে যাবে শেষে
নিভিয়ে তোমার দীপশিখা।
রইবে পড়ে অনল হীনে,
স্তব্ধতায় কত রাত্রি দিনে।
তোমারই বিরহ ব্যাথা,
স্বজনেরই মনে গাথা
রবেনা চিরদিন,
হয়ে পড়বে সবাই সীমাহীন,
একদিন তোমায় ভুলবে।
গহিন ভিতরে চিরদিন রবেনা পড়ে।
ভেবনা তুমি,
প্রসারিত হবে ভূমি
তোমায় আবার দেবে গড়ে।
রাখবেনা গহিনে
শেষ বিচার দিনে
মহান স্রষ্টা তোমায় কাঠগড়ায় তুলবে।।
কবিতা সুন্দর হয়েছে কবি মি. কালাম হাবিব। শুভদিন।
ধন্যবাদ!
প্রিয় পাঠক কৃতজ্ঞতা বোধ করছি!
গহিন ভিতরে চিরদিন রবেনা পড়ে।
ভেবনা তুমি,
প্রসারিত হবে ভূমি
তোমায় আবার দেবে গড়ে।
বাহ্ কালাম ভাই। এই তো সুন্দর হয়েছে আর একটি কবিতা।
মুগ্ধ হলাম প্রিয় কবি আপনার মন্ত!
শুভকামনা ক!
বাহ্ কবি দা। আজকের লেখায় দেখছি আপনার তড়িৎ জবাব।
কবিতার ভাবনাও সুন্দর হয়েছে। আপনার জন্য একরাশ শুভেচ্ছা।
মুগ্ধ হলাম প্রিয়কবি আপনার মন্ত!
শুভেচ্ছা জানা!