তবে তাই হোক তোমাদেরই জয় হোক
আমার নাহয় ব্যারাকেই ফিরতে হোক
আমার জন্য দরকার নেই কোন শোক ৷
জয় হোক আজকে ওদেরই জয় হোক
যারা ভঙ্গুর সমাজে রক্তখেকো জোঁক
আমরা নাহয় হলাম আজ ছোটলোক ৷
বেঁচে থাকো তোমরা শতাব্দীর সমদিন
বিবেকের কাছেই থাক তোমাদের ঋণ
শতায়ু হোক তোমাদের বাঁচার এইদিন ৷
আজকে আমরা ব্যারাকে ফিরে যাবো
আমাদের যাই আছে জমা দিয়ে দেবো
দেশপ্রেম আর প্রতিজ্ঞাটা রেখে দেবো ৷
আজকের মতো হয়তোবা ফিরে যাবো
নতুন করে আবারও সব গুছিয়ে নেবো
ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে স্বপ্নটা সাজাবো ৷
আশাবাদের কবিতা। এমন স্বপ্ন নিয়ে আজও জেগে রই।
একদিন স্বপ্নের সফলতাও আসবে
প্রচ্ছদের সাথে প্রত্যয়ের কথা গুলোন দারুণ সাজিয়েছেন কবি।
ধন্যবাদ দিদিভাই
বেঁচে থাকো তোমরা শতাব্দীর সমদিন
বিবেকের কাছেই থাক তোমাদের ঋণ
শতায়ু হোক তোমাদের বাঁচার এইদিন ৷
শোষক অভিশপ্ত হোক কবি ভাই। শোষণের বিরুদ্ধে আপনার আওয়াজ সমুন্নত থাকুক।
শোষকের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার আছি থাকবো
ভালো লেখা।
কৃতজ্ঞতা রইলো
ঘুরে দাঁড়ানোর আশাবাদ ভালো লাগলো । ইতিবাচক ভাবনা জীবনকে প্রত্যয়ী করে ।
অনুপ্রেরণার জন্য কৃতজ্ঞ
আজকের মতো হয়তোবা ফিরে যাবো
নতুন করে আবারও সব গুছিয়ে নেবো
ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে স্বপ্নটা সাজাবো ৷
* প্রত্যয়…
অনুপ্রেরণার জন্য কৃতজ্ঞ জনাব
আমাদের যাই আছে জমা দিয়ে দেবো
দেশপ্রেম আর প্রতিজ্ঞাটা রেখে দেবো ৷————
জ্বী জনাব
"নতুন করে আবারও সব গুছিয়ে নেবো
ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে স্বপ্নটা সাজাবো ৷"— অভিবাধন জানাই কবি!
ধন্যবাদ প্রিয়