যাচ্ছি কিন্তু যাচ্ছিনা

তবে তাই হোক তোমাদেরই জয় হোক
আমার নাহয় ব্যারাকেই ফিরতে হোক
আমার জন্য দরকার নেই কোন শোক ৷

জয় হোক আজকে ওদেরই জয় হোক
যারা ভঙ্গুর সমাজে রক্তখেকো জোঁক
আমরা নাহয় হলাম আজ ছোটলোক ৷

বেঁচে থাকো তোমরা শতাব্দীর সমদিন
বিবেকের কাছেই থাক তোমাদের ঋণ
শতায়ু হোক তোমাদের বাঁচার এইদিন ৷

আজকে আমরা ব্যারাকে ফিরে যাবো
আমাদের যাই আছে জমা দিয়ে দেবো
দেশপ্রেম আর প্রতিজ্ঞাটা রেখে দেবো ৷

আজকের মতো হয়তোবা ফিরে যাবো
নতুন করে আবারও সব গুছিয়ে নেবো
ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে স্বপ্নটা সাজাবো ৷

16 thoughts on “যাচ্ছি কিন্তু যাচ্ছিনা

  1. বেঁচে থাকো তোমরা শতাব্দীর সমদিন
    বিবেকের কাছেই থাক তোমাদের ঋণ
    শতায়ু হোক তোমাদের বাঁচার এইদিন ৷

    শোষক অভিশপ্ত হোক কবি ভাই। শোষণের বিরুদ্ধে আপনার আওয়াজ সমুন্নত থাকুক।

  2. ঘুরে দাঁড়ানোর আশাবাদ ভালো লাগলো । ইতিবাচক ভাবনা জীবনকে প্রত্যয়ী করে । 

  3. আজকের মতো হয়তোবা ফিরে যাবো
    নতুন করে আবারও সব গুছিয়ে নেবো
    ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে স্বপ্নটা সাজাবো ৷

     

    * প্রত্যয়… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. আমাদের যাই আছে জমা দিয়ে দেবো
    দেশপ্রেম আর প্রতিজ্ঞাটা রেখে দেবো ৷————

  5. "নতুন করে আবারও সব গুছিয়ে নেবো
    ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে স্বপ্নটা সাজাবো ৷"— অভিবাধন জানাই কবি! 

মন্তব্য প্রধান বন্ধ আছে।