সময়, সুযোগ আর অর্থ, এই তিনটি জিনিসের সমন্বয় করা খুব কঠিন। একটার ব্যবস্থা করলে অন্যটি পিছলে যায় হাতের মুঠো থেকে। কিন্তু যখন তিনটির সমন্বয় করা যায় তখনই একটা ভ্রমণে বেরিয়ে পরা যায়। সমন্বয় করতে পারা সেই সব ভ্রমণের ছবিগুলি থেকে ১০টি ছবি থাকবে এই পর্বে যেগুলি আগেই ফেবুতে শেয়ার করা হয়েছে।
১। আহসান মঞ্জিল
ছবি তোলার স্থান : আহসান মঞ্জিল, ঢাকা।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০১২ ইং
পথের হদিস : ঢাকা > পুরনো ঢাকার ইসলামপুরে > আহসান মঞ্জিল।
জিপিএস কোঅর্ডিনেশন : 23°42’30.9″N 90°24’21.6″E
২। শতবর্ষী বটবৃক্ষ
ছবি তোলার স্থান : বটতলা, আলুটিলা, খাগড়াছড়ি।
ছবি তোলার তারিখ : ২৬/০১/২০১৪ ইং
পথের হদিস : ঢাকা > খাগড়াছড়ি > বটতলা।
জিপিএস কোঅর্ডিনেশন : 23°04’36.9″N 91°53’07.7″E
৩। রেল লাইন
ছবি তোলার স্থান : ভাওয়াল ন্যাশনাল পার্কের পিছনে।
ছবি তোলার তারিখ : ১৩/০৩/২০১৬ ইং
৪। নভথিয়েটার
ছবি তোলার স্থান : নভথিয়েটার, ঢাকা।
ছবি তোলার তারিখ : ২০/০১/২০১২ ইং
৫। দেবদারু
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং
জিপিএস কোঅর্ডিনেশন : 23°49’11.8″N 90°20’31.9″E
৬। লেক ভিউ
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং
জিপিএস কোঅর্ডিনেশন : 23°49’24.8″N 90°20’55.8″E
৭। সৈকত
ছবি তোলার স্থান : কলাতলী সমুদ্র সৈকত, কক্সবাজার।
ছবি তোলার তারিখ : ২০/০৫/২০১৪ইং
পথের হদিস : ঢাকা > কক্সবাজার > কলাতলী সমুদ্র সৈকত।
জিপিএস কোঅর্ডিনেশন : 21°24’53.9″N 91°58’56.2″E
৮। বেতাব ভ্যালী
ছবি তোলার স্থান : বেতাব ভ্যালী, কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৭/০৫/২০১৫ ইং
পথের হদিস : ঢাকা > কলকাতা > পেহেলগাও > বেতাব ভ্যালী।
জিপিএস কোঅর্ডিনেশন : 34°03’11.2″N 75°21’29.7″E
৯। জলপরি
ছবি তোলার স্থান : নুহাশপল্লী, পিরুজালী।
ছবি তোলার তারিখ : ৩১/০৮/২০১২ইং
পথের হদিস : ঢাকা > হোতাপারা > পিরুজালী > নুহাশপল্লী
জিপিএস কোঅর্ডিনেশন : 24°09’30.4″N 90°21’47.0″E
১০। লালন শাহের মাজার
ছবি তোলার স্থান : ছেউড়িয়া, কুষ্টিয়া।
ছবি তোলার তারিখ : ১৭/০৮/২০১২ইং
পথের হদিস : ঢাকা > কষ্টিয়া > ছেউড়িয়া > লালনের আখড়া।
জিপিএস কোঅর্ডিনেশন : 23°53’44.7″N 89°09’07.3″E
আমাদের কোলকাতার আশেপাশে যখন গ্রাম শহরে বেড়াতে যাই, এমন অনেক শতবর্ষী চোখে পড়ে। আমি স্মৃতি আচ্ছন্ন হয়ে পড়ি। কালের স্বাক্ষী।
আপনাদের কলকাতার বোটানিক্যাল গার্ডেনে বিশাল এক বটবৃক্ষ রয়েছে। তবে সেটির উচ্চতা কম। দেখতে এতোটা মজবুত নয়।
পোস্টে ব্যবহৃত দুই একটি ছবি সম্ভবত আগেও ব্যবহার করেছেন। ধন্যবাদ ভাই।
নাতো!!
১ম এবং শেষটার ছবি দেখেছেন, তবে এ্যাঙ্গেল ভিন্ন ছিলো।
চমৎকার প্রাকৃতিক পরিবেশে কিছুদিন থাকার সুযোগ হয়েছিলো প্রিয় দস্যু ভাই।
পেহেলগামে দুদিন থাকলেও বেতাব ভ্যালীতে থাকার সুযোগ হয়নি আমার।
এখানকার বেশ কিছু জায়গা দেখা হয়েছে। নস্টালজিক হলাম ভাই।
বাহ!
এমন হলে বেশ লাগে আমার।
ছবিগুলো দেখে ভালো লাগলো । নস্টালজিক হলাম দেশের বিভিন্ন স্থানের সুন্দর ছবিগুলো দেখে ।
যারা ঘুরে বেরায় তাদের ভমণের ছবি দেখলে নস্টালজিক হতে ভালোই লাগে।
* আমাদের দেশের !!!!
ভারতেওর আছে একটা।