তবু তুমি সুখে থেকো

তবে তাই হোক,তাই হোক !
আমাকে ছাড়াই যখন সুখী হতে চাও
তবে তাই হোক, মুক্তি দিলাম তোমায় এই নাও
কথা দিলাম দাঁড়াবো না আর রাস্তার মোড়ে
কিম্বা কোনো বাস স্টপিজে মিথ্যে অজুহাতে
তবু তুমি সখী সুখী হও ৷

কথা দিলাম কোনো টোকাই কিশোরী যাবেনা
বলবেনা আফা ফুলটা নেন দাম দিতে হবেনা
কথা দিলাম ফ্ল্যাক্সির দোকানে আর যাবো না
তুমি নিশ্চিন্তে নিত্য এসো আমি থাকবো না ,
তবু তুমি সখী সুখী হও ৷

কথা দিলাম ল্যাম্পপোস্টের নিচে আর আমি থাকবোনা
তোমারও রাত্রি জেগে আর অপেক্ষা করতে হবেনা
কুকুরের ঘেঁউ ঘেঁউ আওয়াজে আর দৌড়ে আসতে হবে না
বেলকনিতে বসে ল্যাম্পপোস্টের দিকে তাকাতে হবে না ,

তবু তুমি সখী সুখী হও ৷

6 thoughts on “তবু তুমি সুখে থেকো

  1. সবচেয়ে বড় কথা … তবু তুমি সখী সুখী হও ৷ যে কোন মূল্যে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সুখি হোক এটাই বড়ো কথা। কবিতায় আপনিও ভালো থাকুন মোস্তাক ভাই। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।