শব্দের গায়ে মরীচিকা পড়ছে,
কৃষ্ণপক্ষের ঝরে যাওয়া উল্কার মতো
ক্ষয়ে যাচ্ছে শব্দ গুলো,
আমার অলেখা কবিতার।
ছন্দ ব্যাকরণ পড়েছিলাম স্কুলে,
সেই যে কবে !
যে বছর যমুনা সেতু হলো
তার আগে থেকেই জানতাম
দীর্ঘতম শুধু সেতুই হবে,
সম্পর্ক নয়।
কেউ বাস্তবতাকে সঙ্গী করে
যায় চলে অবেলায়,
কেউবা আবার দেয় ধোঁকা
দিন অথবা রাতে,
তাতে তার আর
কিইবা আসে যায় ?
গোপন রেখে
মনের অভিলাষ,
কেন যে দেয় তারা
মিথ্যা আশ্বাস ?
প্রণয় কিংবা প্রশ্রয়
যায় ডুবে সব,
কল্পিত সুখের আশে ;
নিরাপদ ভবিষ্যৎ নামক এক
কুহকের পোতাশ্রয়ে …
কবিতাটি পড়লাম কবি মি. রোমেল আজিজ। শুভ সকাল।
শুভ সকাল
বেশ হয়েছে
দারুণ অনবদ্য কবি দা।
ধন্যবাদ
আপনার কবিতা গুলোন অসাধারণ হয় আজিজ ভাই। অভিনন্দন।
আমার লেখার নিয়মিত পাঠক খুব কম, যাদের মধ্যে আপনি অন্যতম। ধন্যবাদ সৌমিত্র দা