কেউ কথা রাখে না

কেউ কথা রাখে না,
হাঁটা শিখেছি যখন বাবা’র হাতটি ধরে
বাবাও বলেছিলো কখনো যাবে না ছেড়ে
তবুও তো বাবা কথা রাখলো না ৷

কেউ কথা রাখে না,
মা বলেছিলো নাড়ি ছেঁড়া ধন তুই আমার
থাকবো আমি ছায়া হয়ে আসুক যতই আঁধার
তবুওতো মা কথা রাখলোনা ৷

কেউ কথা রাখে না,
কৈশরের খেলার সাথী চন্দনা
খেলার ছলে বলেছিলো আমায় ছাড়া বাঁচবেনা
সেও আজ দিব্যি আছে আমায় হয়তো মনে পড়ে না ৷

কেউ কথা রাখে না,
যৌবনে যার প্রেমে পরলাম নাম তার অঞ্জনা
ভালোবাসি কথাটি তাকে বলাই হলো না
ফুটফুটে জীবন তার কেড়ে নিলো সড়ক দুর্ঘটনা ৷

কেউ কথা রাখে না,
বন্ধুরা বলেছিলো কেউ কোথথাও যাবেনা
অথচ আজ কেউ কারো ঠিকানাও জানেনা ৷

আসলে সবাই কথা দেয় বুঝে না বুঝে
কিন্তু কেউ কথা রাখেনা জানিনা কি কারনে ৷

5 thoughts on “কেউ কথা রাখে না

  1. কেউ কথা রাখে না,
    বন্ধুরা বলেছিলো কেউ কোথথাও যাবেনা
    অথচ আজ কেউ কারো ঠিকানাও জানেনা ৷

    আসলে সবাই কথা দেয় বুঝে না বুঝে
    কিন্তু কেউ কথা রাখেনা জানিনা কি কারনে ৷ https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_sad.gif

  2. জীবন থেকে অনেকটা সময় আমার চলে গেছে। আপনার কবিতায় আপনার অনুভবকে স্বীকৃতি জানাই। আসলেই কেউ কথা রাখে না দাদা। :(

  3. খুব কম মানুষকে দেখেছি কথা রেখেছে। এর মধ্যেই চলতে হবে মোস্তাক ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।