চাঁদের দেশে


মনে করো মোরা দুজন মিলে
গিয়েছি চাঁদের দেশে,
সারারাত ধরে জ্যোৎস্না মেখেছি
আকাশের গা ঘেঁসে।

ছুটে চলা ওই মেঘের সারির
নরম চাঁদরে দুজন,
তাঁরার মেলার মহোৎসবে
গড়েছি আপন ভুবন।

তোমায় আমায় বরণ করতে
ধারা নিয়ে বসে বৃষ্টি,
সেই খুশীতে নির্জন চাঁদে
হাজারো প্রাণের সৃষ্টি।

আমাদের দেখে শুরু হয়ে গেল
পাখীদের কলতান,
শুধু তুমি আমি চাঁদের দেশে
করছি জ্যোৎস্না স্নান।

ঝরনা ধারা ঝরতে লাগল
স্তব্ধ চাঁদের দেশে,
মনে করো সেথা অমর হয়েছি
তুমি আমি ভালোবেসে।

6 thoughts on “চাঁদের দেশে

  1. কল্প জগতের দারুণ এক গল্প গাঁথা। অসাধারণ শব্দ চয়ন কবি মি. শেখ বাবু।
    শুভ সকাল। :)

  2. মিষ্টি মিষ্টি অনুভবে সার্থক এই কবিতা বাবু ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।