কেউ হাঁটবার জন্য নেই আমার সঙ্গে ;
অগণিত মানুষ হাঁটছে শহরের পথে
কিন্তু আমি একাই হাঁটি আমার সঙ্গে।
কেউ কথা বলারও নেই আমার সঙ্গে ;
সবাই সবার সাথে ঠিক কথা বলছে
অথচ আমি আছি একাকীত্বের সঙ্গে ।
কেউ শোনারও নেই আজ এই শহরে ;
সবাই শুধু বলার জন্য উন্মুখ থাকে
তবুও কেউই শোনেনা কাউকে শহরে।
অগণিত মানুষের বসবাস এই শহরে ;
মুখোশের আড়ালে বহুরূপী সাজে
আর মানবতা চলে গেছে শহর ছেড়ে ।
সবারই এখানে ব্যস্ততা নিজের মতো ;
ভালোবাসাও কর্পোরেট হয়ে গেছে
তবু সবাই সোশাল নেটওয়ার্কেই ব্যস্ত ।
আপনার একাকীত্বে সমবেদনা জানাই জুবেরি মোস্তাক ভাই। সত্যতা এখানে যে আমাদেরকে নিয়েই আমরাই সবচে বেশী ব্যস্ত থাকি। আমরা যান্ত্রিক হয়ে পড়েছি। অন্যের জন্য সময় বের করার অভিলাষ আমাদের মরে গেছে। আমরা প্রত্যেকে অতিমানব।
আসলেই আমরা সবাই আজ অতিমানব হয়ে গেছি
কেউ শোনারও নেই আজ এই শহরে; সবাই শুধু বলার জন্য উন্মুখ থাকে। বাস্তবতা।
জীবন এবং বাস্তবতা
আমরা সবাই একা। নিঃসঙ্গ। সবাই ব্যস্ত অন্যত্র।
মানুষ মাত্রই একা মৃত্যুর মতো একা
এখানে শুধু নয় সর্বত্রই সবাই একা।
আমরা একা। ভীষণ একা।
বাস্তব উপলব্ধি । কবিকে শুভেচ্ছা ।