কেন মুসলিমরা জাহান্নামের জ্বালানী হবে?

একটি হাদীস শেষের অংশ থেকে শুরু করি। রসুলাল্লাহ (সা.) বলেছেন, যারা এই ঐক্যবন্ধনী থেকে এক বিঘত পরিমাণও দূরে সরে যাবে, তাদের গলদেশ থেকে ইসলামের বন্ধন খুলে যাবে যদি না সে তওবা করে ফিরে আসে। আর যে জাহেলিয়াতের কোনো কিছুর দিকে আহ্বান করে সে জাহান্নামের জ্বালানি পাথরে পরিণত হবে, যদিও সে নামাজ পড়ে, রোজা রাখে এমন কি নিজেকে মুসলিম বলে বিশ্বাসও করে [হারিস আল আশয়ারী (রা.) থেকে আহমদ, তিরমিজি, বাব-উল-ইমারত, মেশকাত]।

এই যে ভয়ঙ্কর কথাটি রসুলাল্লাহ বললেন, “নামাজ রোজা করলেও, মুসলিম বলে মনে করলেও জাহান্নামের জ্বালানি পাথর হবে” – কেন?

প্রথমেই ঐক্য। তারপরে শৃঙ্খলা। তারপর আনুগত্য। তারপর হিজরত (যাবতীয় অন্যায়, অসত্য, শেরক, কুফরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান)। তারপর জেহাদ (ন্যায় প্রতিষ্ঠার জন্য আপ্রাণ প্রচেষ্টা)।

এখন ১৫০ কোটি মুসলমান নামক এই জাতির ঐক্যের কী পরিস্থিতি সেটা আশা করি সবাই দেখতে পাচ্ছেন। শৃঙ্খলা তো প্রশ্নই আসে না, কোথাও নেই। আর আনুগত্য? কার আনুগত্য করবে? জাতির নেতা কে? গত কয়েক শতাব্দী থেকে কি জাতির নেতা আছে কোন? যে যার মতো ফতোয়া দিচ্ছে, যার ইচ্ছা মানছে যার ইচ্ছা নাই মানছে না, ভিন্ন ফতোয়া বের করছে, জাতির কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই। আর অন্যায়ের থেকে হিজরত? প্রশ্নই আসে না। দুনিয়ার সমস্ত পাপাচার, অন্যায়, অবিচার, শিরক, কুফরকে আলিঙ্গন করে নিয়েছে নামধারী মুসলিম জাতি।

সুদ, ঘুষ, সন্ত্রাস ইত্যাদির কথা বাদ দিলাম, সামান্য ধর্মব্যবসার বিরুদ্ধে কথা বললাম তাতেই জবাই করে দেওয়া হচ্ছে। কাজেই যাবতীয় অন্যায়কে এরা আলিঙ্গন করে নিয়েছে বহু শতাব্দী আগে থেকেই।

জেহাদ তো বাদ দিয়েছে ১৩০০ বছর আগেই। তারপর থেকে তথাকথিত সুলতানরা সাম্রাজ্যবিস্তারের যুদ্ধ করেছে, লুটপাট চালিয়েছে এবং সেটাকেই জেহাদের নামে চালিয়ে দিয়েছে। আর বর্তমানে পশ্চিমা সাম্রাজ্যবাদী দাজ্জালীয় শক্তির ক্রীড়নক হিসাবে কিছু লোক সন্ত্রাসী কর্মকাণ্ড করছে আর সেটাকে জেহাদ নাম দিয়ে ইসলামকে কলঙ্কিত করছে। অন্যায়ের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার জন্য মানবতার কল্যাণে নিঃস্বার্থ নির্মোহ সংগ্রাম হারিয়ে গেছে বহু আগেই। মুসলিম এখন মরা, নির্জীব, নিবীর্য হয়ে সবার মার খাচ্ছে। তার দুনিয়ার জীবনটাই তো জাহান্নাম। তারা আখেরাতে জাহান্নামের জ্বালানী হবে না তো কী হবে?

8 thoughts on “কেন মুসলিমরা জাহান্নামের জ্বালানী হবে?

  1. আপনার এমন পোস্ট পড়লে শরীর হিম হয়ে আসে। জীবনে কতটা শুদ্ধ আমল করেছি টেনশনে পড়ে যাই। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মি. সাবু। সালাম।

  2. দুনিয়ার জীবনটাই জাহান্নাম। কারেক্ট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif মুক্তির পথ খুঁজে নিতে হবে।

  3. পড়লাম ভাই। কি মন্তব্য হতে পারে মাথায় আসলো না। আপনাকে ধন্যবাদ। 

  4. অন্যায়ের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার জন্য মানবতার কল্যাণে নিঃস্বার্থ নির্মোহ সংগ্রাম হারিয়ে গেছে বহু আগেই। :(

  5. অন্যায়ের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার জন্য মানবতার কল্যাণে নিঃস্বার্থ নির্মোহ সংগ্রাম হারিয়ে গেছে বহু আগেই। মুসলিম এখন মরা, নির্জীব, নিবীর্য হয়ে সবার মার খাচ্ছে। তার দুনিয়ার জীবনটাই তো জাহান্নাম। তারা আখেরাতে জাহান্নামের জ্বালানী হবে না তো কী হবে?

    এমন সত্য কাউকে বলতে বা লিখতে দেখিনি। যা আপনি শব্দনীড়ের মাধ্যমে প্রকাশ করেছেন । আশা করি আপনার সুলেখিত লেখনী ছড়িয়ে পড়ুক ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মনে প্রাণে । জয় হোক আপনার। জয় হোক সকল ধর্মের। জয় হোক মানবতার ।       

  6. এভাবে নিজ ধর্ম নিয়ে এমনভাবে কাউকে বলতে অথবা লিখতে দেখিনি । যা শব্দনীড়ের মাধ্যমে সাহসিকতার পরিচয় দিয়ে আপনি লিখেছেন । আপনাকে স্যালুট! জয় হোক মানবতার ।          

মন্তব্য প্রধান বন্ধ আছে।