বুক ভরা আশা নিয়ে অনিশ্চিত যাত্রা

———-
হতে পারে আমার ‍উপর কেউ অসন্তুষ্ট
কেউবা আমার উপর সন্তুষ্ট
হতে পারে আমার পুণ্যময় জীবন
কিংবা এক সমুদ্র পাপ নিয়ে আমি
মনের অজান্তে ঘুরছি
যে পথ দিয়ে হাটছি সে পথে
ডাল ভেঙ্গে মাথায় পড়তেই পারে
কিংবা ঝড় আসতেই পারে
এক কথা জীবন মানে কি?
বুক ভরা আশা নিয়ে অনিশ্চিত যাত্রা
নৌকা উঠলাম পাড়ে ফিরতে পারব কি?
অনেক যত্ন করেও আমার আধমরা গাছটি
বাঁচবে, তার-ই বা নিশ্চয়তা কিসের?

খালিদ মোশারফের কবিতা সম্পর্কে

তবুও থামিনি আমি ''''''''''''''''''''''''''''''''''''''' তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি আমি কবিতা লিখতে বসলাম। পকেটে ময়লা মন তবু আমার যাত্রার শুভক্ষণ হঠাৎ গাড়ী নষ্ট হল নামলাম হাটলাম অনেকদূর তবুও থামিনি তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি ।

2 thoughts on “বুক ভরা আশা নিয়ে অনিশ্চিত যাত্রা

  1. বুক ভরা আশা নিয়ে আমাদের সকলেরই অনিশ্চিত যাত্রা।

  2. জীবন মানে বুক ভরা আশা নিয়ে অনিশ্চিত যাত্রা ! সুন্দর বলেছেন কবি !

মন্তব্য প্রধান বন্ধ আছে।