কম করে ভালবেসো

এত সুন্দর ভালবাসা তোমার অন্ধকারেরও হিংসে হতে পারে
প্রতিদিন ভালবাসা কম করে বেস,নইত চুলের খোপারাও
হিংসে করবে
আলোতে ভালবাসা হিংসে করবে
মানুষ হিংসে করবে
শয়তান হিংসে করবে
প্রিয় প্রেমিক তোমার ভালবাসা টিকবে না
এত ভালবাসলে সে ভালবাসা টিকে না, চলে যাবে
মরা লাশের মত ভেসে সমুদ্রের স্রোতে
আকাশের মেঘের মত করে
ঝড়ে উড়ানো শুকনো পাতার মত
প্রিয় তরুণ কম করে ভালবেসো প্রিয়সিকে।

খালিদ মোশারফের কবিতা সম্পর্কে

তবুও থামিনি আমি ''''''''''''''''''''''''''''''''''''''' তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি আমি কবিতা লিখতে বসলাম। পকেটে ময়লা মন তবু আমার যাত্রার শুভক্ষণ হঠাৎ গাড়ী নষ্ট হল নামলাম হাটলাম অনেকদূর তবুও থামিনি তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি ।

2 thoughts on “কম করে ভালবেসো

  1. ভালো লিখেছেন। :) ব্লগে আপনার উপস্থিতি বেশ কম।
    মনে রাখতে হবে নিজের লিখার প্রতি দৃষ্টি আকর্ষণ করাতে অন্যকেও উৎসাহ দিতে হয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yes.gif

  2. ভালো লিখছেন। আপনার লেখার পাঠক তৈরি করতে হলে আগে নিজেকে অন্যের লেখার পাঠক হতে হবে। আশা করি অন্যের লেখায়ও মন্তব্য করবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।