গোধূলি রং

গোধূলি রং

শেষ বিকেলের আলোয়
জোনাকিপোকা তার রূপের প্রকাশ করতে না পেরে প্রতিনিয়ত রাতকে ডাকে,
দিন চলে যায় গহীন আঁধারে নতুন প্রভাত পথে।

শুধুশুধুই পথ আগলে দাঁড়িয়ে থাকি একা,
বিহঙ্গী বাসায় অপেক্ষায় প্রহর গোনে
মৌনতার সিঁড়িপথ পাহাড় চূড়ায়।

গোছানো দিনের সুখের সৌধ গড়া হয়না, ক্লান্তির ছায়াপথ বেয়ে নেমে আসে নিকষকালো অজগর, আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে গিলে খেতে চায় ; বুক ভরা সৌখিন স্বপ্ন, ঠোঁটের কোনের মৃদু কম্পন,চোখের অস্থিরতা, ভাবনা ভাবার ইচ্ছে শক্তি সহ পুরো আমাকে।

তারপরও গনিকা হয়ে পথের পাশে দাঁড়িয়ে থাকি;
নতুন নতুন সুখের খোঁজে আসা দুর্ভাগা
পথহারা পাখিদের অতিথিপূজার আয়োজনে;
নিঃসঙ্গ পত্রবিহীন বৃক্ষ হয়ে একাকী আকাশতলে।
________________________________

*** এইটা কোন কবিতা না, কেউ কবিতা ভাবলে তার জন্য পোষ্ট দাতা দায়ি নয়।
তবে ছবিটা আমার তোলা।

2 thoughts on “গোধূলি রং

  1. লিখাটি দারুণ ভাবে উঠে এসেছে প্রিয় বন্ধু খেয়ালী মন।

    আমি লক্ষ্য করেছি আপনি স্বেচ্ছায় যে লিখা গুলোনকে অন্যায় ভাবে (https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif ) কবিতার জায়গায় কুবিতা আখ্যায়িত  করেন; সেই লিখা গুলোনই অসাধারণ হয়। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।