তোমার অভিমান গুলো

তোমার অভিমান গুলো

তোমার অভিমান গুলো বড় বেশী ভালোলাগে।
মাঝে মাঝে তাকে গির্জার কোরাস ভেবে
ভুল মনযোগে কাটে সময়;
ঝরে যাওয়া ফুলের পাপড়ি ভেবে
সযতনে তুলে রাখি বইয়ের পাতার ভাঁজে।

কখনো বা নতুন টাকার মত
আমার ব্যাংকে জমা করে রাখি;
ভবিষ্যতে খরচ করবো ভেবে।
তোমার অভিমান গুলোকে তুমি
আমারই মত তুলে রেখো আমার জন্য,
শুধু মাঝে মধ্যে একটু ঝিলমিল রোদে
তাকে শুকাতে দিও, আমাদের জন্য।
এখন আর এর বেশী প্রয়োজন নেই
এখন তুমি বড় বেশী আর্দ্র
এখন আমি ভিজতে চাই না তোমার অভিমানে
কারণ আমি অনৈতিকতাকে বড় বেশী ভয় পাই
সীমা রেখার বাইরে যেতে পারিনা বলেই ।
—————————-

4 thoughts on “তোমার অভিমান গুলো

  1. প্রিয় বন্ধু খেয়ালী মন।

    আপনার কবিতা বা লিখাকে আমি হয়তো প্রফেশনাল বলবো না। প্রাণের অনুভব থেকে যতটুকুই বা লিখেছেন বা লিখে যাচ্ছেন … সাহিত্যের মান বিচার অথবা অকারণের ব্যাকরণে কতটা শতসিদ্ধ তা আমার জানা নেই; তারপরও পড়তে কিন্তু বেশ লাগে। অগোছানো কিছু ই হচ্ছে আপনার লেখনীর স্টাইল। বসে ভাবি গুছিয়ে লিখলে কেমন টা হতো !! তবে বিশ্বাস করি মন্দ হতো না। সাহিত্যের পাশে থাকুন। অল দ্য বেস্ট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. দারুন কবি, অভিমান কবিদের প্রধান অনুসঙ্গ বলা যায়।

    সেখানটায় ভালো না লেগে পারে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।