দহন মানুষ ভালোবেসে
খুব দহনে আমি পুড়ি
বোশেখ মাসে
তোমার পাশে ভিন্ন মানুষ
খুব সহজে হাতটি হাতে
হেটে চলে।
কিন্তু ধরো ভিন্ন সুরে বাজলে বীনা
আমার ঘরেই বসতো মেলা এই বোশেখে
আমার হাতে থাকতো বাঁশী বটের ছায়ায়;
উদাস দুপুর টাপুর টুপুর খুনসুটিতে
কাটতো সময়।
অলস বিকেল গল্প বলার আয়োজনে
মেলার মাঠে খুব বিকিরণ অভিমানে
সময় যেত গোধূলিতে।
কিন্তু বিষাদ কালবৈশাখী
তান্ডব তার শহর জুড়ে
পোড়ায় মানুষ, ওড়ায় আশা
ছিন্ন ভিন্ন ভালোবাসা
এক দিন এক সকালে।
হয়তো এখন মুক্ত আমি;
মুক্ত মানুষ, তবু কোথাও
দাগ লেগেছে বুজতে পারি
মেঘ দেখে আজ
অট্ট হাসি দিতে পারি
সে আর আমারি কি ভেজাবে !
জলের মাঝে আমি থাকি।
আপনার প্রায় লিখাই মানসম্মত। এক সময় নিয়মিত পড়া হতো। এখন অনিয়মিত হলেও আপনার লিখার সৌন্দর্য্য সেই আগের মতোই আছে। অভিনন্দন কবি।
অনেক ধন্যবাদ প্রিয় মুরব্বী
ভালো থাকবেন।
* অনেক দিন পর আপনার লেখা পেলাম, বরাবরের মতই ভালো লেগেছে।
ধন্যবাদ ভাই ভালো থাকবেন।
চমৎকার টপিক! আসলেই মনে হয় মানুষ তার অজান্তেই দহন ভালোবাসে!
শুভকামনা প্রিয় কবি


ভালোবাসা জানবেন ভাই
ভালো থাকবেন।
আসলেই তাই। অনিয়মিত হলেও আপনি যে সাথে আছেন এটাই ভালো লাগে মন দা।
সময়টা ভালো যাচ্ছে না তাই নিয়মিত হতে পারছি না,
শুভকামনা থাকলো
বেশ ভালো লাগলো,,,ভালো লিখেছেন,,,
ধন্যযোগ ভাই
ভালো থাকবেন।