ছোট কুবিতা ১২৩

ছোট কুবিতা -১
জীবন একেবারে তাবিজ কবজের গল্প হয়ে
কৌটার ভিতরে মৃত্যুবান;
তরতাজা মগজের কোষে
অবারিত ভাবনাগুলো তারিত করে ।
আটপৌড়ে শাড়ির আঁচলে জরানো শুধুই সামাজিক বুনন;
উচ্চ বিলাসি যন্ত্রনা চেটেপুটে খায় সময়ের ক্ষার।
আমিও ভেসে চলি পারভাঙ্গা নদীর স্রোতে
জোয়ার কিংবা ভাটায়।

ছোট কুবিতা -২
অনন্ত প্রহর সময়ের ভাঁজে বন্ধী
অপেক্ষার আক্ষেপ বসন্ত দিন পযর্ন্ত
ঘোলা চোখে তাকিয়ে থাকে।
অব্যক্ত ভাষায় শুধুই নিস্পলক আকুতি;
প্রজাপতির পাখায় ফাগুনের রং কবে আসবে
প্রতিক্ষায় থেকে থেকে আমিও হয়ে যাই
আদিম বাসনা।

ছোট কুবিতা-৩
সেই ছেলে বেলা
সেই মারবেল খেলা, সেই ঘুড়ির সুতো
সেই চাঁদের বুড়ি, সেই ডুব সাঁতার
সেই মায়ের আচার, সেই বোনের আদর
সেই ঘোরে… সেই ঘোর
আর কাটে না।
আপনি তুমি তুই
সেই এক আকাশের নীচে
ভিন্ন জগত ছুঁই।

সময়ের সাথে সাথে পালটায় রং
পাল্টায় জীবনধারা,
প্রথাগত জীবনের আটপৌরে স্বাধীনতা
বুকের জমিন, চোখের কাজল
তবু থেকে যায়..সেই প্রথম থেকে শুরু
আপনি তুমি তুই….

4 thoughts on “ছোট কুবিতা ১২৩

  1. সময়ের সাথে সাথে পালটায় রং
    পাল্টায় জীবনধারা,
    প্রথাগত জীবনের আটপৌরে স্বাধীনতা
    বুকের জমিন, চোখের কাজল
    তবু থেকে যায়..সেই প্রথম থেকে শুরু
    আপনি তুমি তুই….

    * বেশ লম্বা একটা বিরতির পর অসাধারণ এক কবিতার জন্য অনেক অনেক ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. এক ঝাঁক অসাধারণ অণুকাব্য। অনেক সুন্দর হয়েছে বন্ধু খেয়ালী মন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. ১২৩ নাম্বার কবিতা !! মাই গুডনেস। অসাধারণ প্রিয় মন দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Claps.gif.gif

  4. কুবিতা !!!!!!!!!!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shock.gif.gif

    তাহলে তো আমার সব লেখাও  তো কুবিতা। কবিতা মর্যাদা দিয়ে কি ভুল করলাম !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।