জীবন তেপান্তর

জীবন একা, একলা তেপান্তর।
অনিচ্ছাতেও ইচ্ছে সাজাই
একা জীবন ভর।
পাশের কাছের তারা গুলো
গুনতে গিয়ে গুলিয়ে ফেলি
তবুও আমি তারা গুনি
একা জীবন ভর
জীবন একা, একলা তেপান্তর।

রূপকথার রাজকন্য ঘুমিয়ে আছে
হৃদয় কাছে, ইচ্ছে পুরন কাঠি হারাই
ইচ্ছে করে ফুলকে এড়াই
একলা থাকার সহজ পথে
একাই আমি হাতটি বারাই;
জীবন একা, একলা তেপান্তর।

প্রথম প্রেমের শিউলি, বকুল
হারাই আমি একুল ওকুল;
বিকেল থেকে রাত নেমে যায়
সকাল বেলা ঘুম ভেঙ্গে হায়,
পাশের বালিশ কাঁদছে একা
একা ভোরের সূর্য দেখা
তার বুকের লালছে আগুন
আমার মাঝে ভর,
জীবন একা, একলা তেপান্তর।

প্র্রহর গুলো কেবল হলুদ
নীরব বিষাদ সুর বহুদূর
কঠিন ঋণে বদ্ধো জীবন
কেউতো আমার হয় না আপন
স্মৃতী গুলোর হই ক্রীতদাস;
দিকবধূরা হয় উপহাস
ভালোবেসেই একলা হলাম
স্বরবৃত্তের ঘর,
জীবন একা, একলা তেপান্তর।

রাস্থা জুড়ে হাজার মানুষ
ভিন্ন ভিন্ন পথকে সাজায়,
নগ্ন শরীর সূতোয় ঢেকে
সুঠাম নারী যায় যে হেঁটে
হাতের মাঝে ফুলের তোরা
খুনসুটি স্বপ্ন মোড়া,
পাহার ভাঙ্গে অবলীলায়
অজন্ম সে স্বপ্ন বিলায়
আমিই শুধু অপেক্ষাতে
কিংবা কোন পক্ষাঘাতে
বিরান মাঠে সাতার কাটি
হাওয়ায় করে ভর।
জীবন একা, একলা তেপান্তর ।

8 thoughts on “জীবন তেপান্তর

  1. পাশের কাছের তারা গুলো
    গুনতে গিয়ে গুলিয়ে ফেলি
    তবুও আমি তারা গুনি
    একা জীবন ভর
    জীবন একা, একলা তেপান্তর।

    খুবই সুন্দর হয়েছে প্রিয় মন দা। কোথায় থাকেন কবি !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. জীবন একা, একলা তেপান্তর।
    অনিচ্ছাতেও ইচ্ছে সাজাই একা জীবন ভর।

    আপনার কবিতার সারল্য আমাকে বেশী নাড়া দেয়। ভালো লাগে খেয়ালী ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. আপনার কবিতায় আমি বরাবরই মুগ্ধতা রাখি বন্ধু খেয়ালী মন। কেমন আছেন ? :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।