পরানে জাগে পিরিত ফুল
পরাবো তোকে কানের দুল
দেবো তোকে ফুলের মালা
মুখ ফিরিয়ে দিসনে জ্বালা।
বুকের মাঝে চিকন প্রেম
উথাল পাথাল করে
তারো অধিক অাশায় থাকি
আসবি আমার ঘরে।
ঘর বানানু সেগুন কাঠে
দক্ষিণ দিক খোলা
কালা গরুর দুধ আছে
আছে ধানের ডোলা।
যমুনাতে ধইরা মাছ
বেইচা দিয়া হাটে
কিইনা আনি নতুন শাড়ী
দেবো তোমার হাতে।
রাতের বেলা কুপি জ্বেলে
গল্প করবো মেলা
মেলায় নিয়া ঘুরবো তোকে
সারা বিকেল বেলা।
বুকের মাঝে চিকন প্রেম উথাল পাথাল করে
তারো অধিক অাশায় থাকি … আসবি আমার ঘরে।
নাইস কম্বিনেশন মি. খেয়ালী মন। গুড ইভনিং।
ধন্যবাদ ভাই
সেদিন গল্পকার মাহবুব আলীর লেখা গল্পে সাঁওতালী ভাষায় কথোপকথন পড়েছি। সাক্ষাৎ সহযোগিতা না পেলে ঐ ভাষা রপ্ত করা একদমই অসম্ভব মনে করি। তাছাড়া সাঁওতাল'রা এখন আর নিজস্ব এলাকা বা পল্লীতে আবদ্ধ নয়। ছড়িয়ে আছে সারাদেশময়। তাদের নিজস্বতায়ও পরিবতর্ন এসেছে। প্রচলিত আঞ্চলিকতা প্রবেশ করেছে।
আপনার কবিতায় কিছু স্বাদ তো আছে। শুভেচ্ছা কবি খেয়ালী মন ভাই।
অনেক অনেক ধন্যবাদ ভাই
সাহস পেলাম
শুভেচ্ছা জানবেন কবি।
ধন্যবাদ আফরিন
দয়া করে অকবিতা বলবেন না খেয়ালী ভাই। সতত ব্যস্ততার ভীড়ে লিখছেন এটাই বড়।
প্রথমেই ক্ষমা চেয়ে নেই কারন সব সময় আমি আপনাদের সাথে থাকতে পারি না এবং আপনাদের কথার উত্তর ও দিতে পারি না সেই জন্য তবে আমি সব সময় আপনাদের লেখা গুলো পড়ি এবং পড়ার চেষ্টা করি।
শুভকামনা থাকলো ভাই

কবিতাটি পড়লাম।
প্রথমেই ক্ষমা চেয়ে নেই কারন সব সময় আমি আপনাদের সাথে থাকতে পারি না এবং আপনাদের কথার উত্তর ও দিতে পারি না সেই জন্য তবে আমি সব সময় আপনাদের লেখা গুলো পড়ি এবং পড়ার চেষ্টা করি।
শুভকামনা থাকলো ভাই
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় মন দা।
প্রথমেই ক্ষমা চেয়ে নেই কারন সব সময় আমি আপনাদের সাথে থাকতে পারি না এবং আপনাদের কথার উত্তর ও দিতে পারি না সেই জন্য তবে আমি সব সময় আপনাদের লেখা গুলো পড়ি এবং পড়ার চেষ্টা করি।
আপনাকেও ধন্যবাদ
হৃদয় ছুঁয়ে গেলো। অসাধারণ কবিতা
প্রথমেই ক্ষমা চেয়ে নেই কারন সব সময় আমি আপনাদের সাথে থাকতে পারি না এবং আপনাদের কথার উত্তর ও দিতে পারি না সেই জন্য তবে আমি সব সময় আপনাদের লেখা গুলো পড়ি এবং পড়ার চেষ্টা করি।
ধন্যবাদ ভাই
আপনার সহজ সরল লেখা আমার কাছে আগে থেকেই ভালো লাগে ভাই।
আপনিও আমার একজন প্রিয় লেখিকা। শুভকামনা থাকলো