মেঘেরা ভেসে ভেসে
ডানা মেলে পাখা।
ছুটোছুটির ব্যস্ততা
দূরে একা একা।
দানবীয় শক্তিতে
সমুদ্র উত্তাল।
নাগরিক জীবনের
অবস্থা বেহাল।
পত্র পল্লব সব
মাথা দুলে দুলে।
অসহায় সমর্পণ
প্রকৃতির কোলে।
আকস্মিক জোয়ারে
ভাসে বাড়ি ঘর।
স্বাভাবিক জীবন কি
ফিরবে এরপর?
নীড় হারা পাখিদের
ছোটাছুটি ভয়ে।
কোথা যাবে এরপর
শেষ আশ্রয়ে?
মাঠের ফসল যত
নিমেষেই শেষ।
গৃহস্থের চোখে জল
দুঃখ অনিঃশেষ।
অসহায় প্রাণীকুল
ভয়ে কেঁপে সারা।
আশ্রয়ের খোঁজে
ক্ষিপ্ত দিশেহারা।
হুড়মুড় বৃষ্টির
মহা তান্ডবে।
সকলের সুখ সাধ
এবার ফুরাবে।
কোন কোন দূর্যোগ
কারো কারো তরে।
সৌভাগ্য বয়ে আনে
ধরনীর উপরে।
দশেরে দিয়ে লাথি
কেউ ধনী হয়।
নিঃস্ব আরও ক্রমশ
হয় অসহায়।
আমফান তুমি
ছাড়ো রুদ্র মূর্তি।
অসহায়ের পক্ষ হতে
রইলো এ আর্তি।
5 thoughts on “আমফান”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
যথার্থ বলেছেন। ভালো লাগলো ।
নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা আমাদের সবাইকে বালা-মুশিবত থেকে রক্ষা করবেন। আমীন।
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো মুরুব্বী ।
ভালো থাকুন সবসময়।
আমফান তুমি

ছাড়ো রুদ্র মূর্তি।
অসহায়ের পক্ষ হতে
রইলো এ আর্তি।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।