ঊর্ণি চূর্ণি ২৩
তুমি নাকি আজ ঝিনুক হলে..
আমার জন্যে –
শুধু এই ভরা গ্রীষ্মদুপুরে
গ্রীষ্মদুপুরে বর্ষাস্নানে
মেঠোপথ ভেজা তুড়ুক আদরে
আমারই জন্যে…
আমারই জন্যে …!
নিতে পারি মুঠো খুলে দিয়ে
অগ্নুৎপাতে ঝলক রাত্রে
সাদা আঙুলের প্রথম প্রহরে
তোমার ঠোঁটের গোলাপ গহীণে
চুমুচুম্বক সরগম সুরে
কাজ অকাজের সন্ধি সময়ে;
ঝিনুক রাখব জামার বোতামে
তোমাকে রাখব স্মৃতিধুলো ঝেড়ে
চুল উড়ে যাওয়া পাহাড়ি পাগলা
হাওয়ার ঝোঁকের নিউক্লিয়াসে,
তোমাকে রাখব
ঝিনুক রাখব
ঝিনুক রাখব
তোমাকে রাখব
পারো যদি তবে খুঁজে নিও তুমি
ঝিনাইদহের ভেজা নীল জলে
তুলকালামি চুমুর মাঝে…
শুনলাম তুমি ঝিনুক হলে!
চমৎকার লেখেছেন কবি দা
অনেক শুভেচ্ছা নিবেন——–
ধন্যবাদ কবি লিটন ভাই। ভালোবাসা।
চমৎকার লেখেছেন কবি দা
অনেক শুভেচ্ছা নিবেন——–
ধন্যবাদ কবি লিটন ভাই। ভালোবাসা।
ধারাবাহিক কবিতায় অভিনন্দন কবি সৌমিত্র চক্রবর্তী।
ধন্যবাদ কবি সুমন আহমেদ ভাই।
এই সিরিজের প্রত্যেকটি কবিতাই অসাধারণ মানের। অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র।
ভালোবাসা প্রিয় ভাই। ভালো থেকো।
প্রিয় কবির সুন্দর ভাবনায় লেখা এক অসাধারণ কবিতা
সুন্দর শব্দবিন্যাস ও কাব্যশৈলীতে মুগ্ধ হলাম।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
ভালোবাসা কবি ভাণ্ডারী ভাই।
মনোমুগ্ধকর একটা কবিতা পড়লাম। প্রিয় কবির জন্য শুভকামনা।
ধন্যবাদ কবি আলোচক কবি নিতাই বাবু।
শুভেচ্ছা কবি সৌমিত্র চক্রবর্তী।
ধন্যবাদ কবিবোন শাকিলা তুবা।
গ্রীষ্মদুপুরে বর্ষাস্নানে মেঠোপথ ভেজা তুড়ুক আদর।
তুলকালামি চুমুর মাঝে… শুনলাম তুমি ঝিনুক হলে!