দুইধারে ছোটগাঁয়ে
লক্ষ্মণ ভাণ্ডারী
দুইধারে ছোটগাঁয়ে ছোট ছোট বাড়ি,
রাঙাপথ গেছে চলে নদী ঘাট ছাড়ি।
মাঝখানে দিঘি তার পদ্ম-দিঘি নাম,
দিঘিপাড়ে আছে গাছ আম আর জাম।
পাখি ডাকে ভোর হয় সমীরণ বয়,
কল কল বয়ে চলে তটিনী অজয়।
দুইধারে ধানখেত পথ গেছে বেঁকে,
জল নিয়ে আসে বধূ নদীঘাট থেকে।
ছোটগাঁয়ে ছোটঘর ছোট ছোট গাছ,
দিঘিজলে জাল ফেলে জেলে ধরে মাছ।
ছোটগাঁয়ে ছোটগাছ, গাছে ধরে ফল,
প্রভাতে পাখিরা সব করে কোলাহল।
আমাদের ছোটগাঁয়ে ছোটফুল ফুটে,
প্রভাতে অরুণ রবি পূব-দিকে উঠে।
কবিতায় সুন্দর বর্ণনা। অভিনন্দন কবি মি. ভাণ্ডারী। শুভ সন্ধ্যা।
ভালোবাসা কবি ভাই।
চমৎকার প্রকাশ।
ছোট ছোট কথায় ভাল লিখেছেন কবি দা।
সুন্দর।