শ্রী শ্রী ঠাকুরের জীবনী ও বানী ( চতুর্থ পরিচ্ছেদ)
সংগ্রহ ও সম্পাদনা- লক্ষ্মণ ভাণ্ডারী
যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র
শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের জীবনী
শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র
Anukulchandra was born on 14 September 1888 in Himaitpur village in the Pabna district of the eastern zone of Bengal in undivided India, now in Bangladesh. His father was Shibchandra Chakravarty (Shandilya Gotra Kanyakubja Brahmin) and his mother was Manmohini Devi.
From the very beginning, Anukulchandra was extremely mother centric. He accepted his mother as his guru throughout his life. The lover of the mankind, Anukulchandra set up an Ashram first at Pabna (later it was named Satsang by his mother) and then at Deoghar in India 1946, for fostering spiritual development. The Satsang ashram at Deoghar has now become a major place of attraction in Deoghar
In 1946 Anukulchandra went to Deoghar in Bihar and an ashram came up there as well. He had proclaimed that unless the human society adopts the marriage rules of Varnashram, there will be no peace in the world and all development work will prove to be futile. He did not return to Pabna after the Partition of India, but continued to live in Deoghar, where he left his mortal frame on 26 January 1969.
Let us think, behold and bowdown at His feet and follow Him with hearty adherence, allegiance and active service, installing Him in the throne of existential uphold and propitious immortal nectar of life.
stay with me always. Keep beside you.
Joyguru!
শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ
সঙ্কোচই দুঃখ আর প্রসারনই সুখ। যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে তাতেই আনন্দের খাকতি – আর তাই দুঃখ। চাওয়াটা না পাওয়াই দুঃখ। কিছু চেও না। সব অবস্থায় রাজি থাক, দুঃখ তোমার কি করবে? দুঃখ কারো প্রকৃতিগত নয়কো। ইচ্ছে করলেই তাকে তাড়িয়ে দেওয়া যেতে পারে। পরমপিতার কাছে প্রার্থনা কর- তোমার ইচ্ছাই মঙ্গল; আমি জানি না কিসে আমার মঙ্গল হবে। আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর তা’র জন্যে তুমি রাজী থাক-আনন্দে থাকবে, দুঃখ তোমাকে স্পর্শ করবে না।
কারো দুঃখের কারন হয়ো না, কেহ তোমার দুঃখের কারন হবে না।
দুঃখও একরকম ভাব, সুখও একরকম ভাব। অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না-যতক্ষন তুমি হৃদয় থেকে ঐ অভাবের ভাবটা কেড়ে নিচ্ছ। আর, ধর্মই তা করতে পারে।
(চলবে)
যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনী শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
পর্ব গুলোন ছোট হওয়ায় পড়ার জন্য সুবিধা হয়েছে কবি।
কারো দুঃখের কারন হয়ো না, কেহ তোমার দুঃখের কারন হবে না।