মহীয়সী, কই তুমি?
তোমায় খুঁজি ফিরি।
দিগন্ত হতে দিগ্বিদিক এই আমি।
এ কেমন কি খেলা?
কেন দাওনা ধরা…………?
আমার চোখের আড়াল হয়ে
থাকতে পারবে কি?
যাও যত দূর আমায়
ভুলতে পারবে কি?
তোমার শয়নে স্বপ্নে আমি বিনে
আর কে আছে?
কে সে যে আমার চেয়েও
অধিক ভালোবাসবে তোমাকে?
শুনছো কি এই আমাকে?
অবয়ব অনুভবে,
তুমি বিনে এ মনে হাহাকার বইছে।
মনে আছে কি তোমার ?
কথা ছিল করবো সংসার একসাথে!
তোমায় নিয়ে বাধবো ঘর,
কোন এক অজানা প্রান্তরে।
পুঙ্খানুপুঙ্খভাবে লিখা আছে
হৃদয়ের দেয়াল জুড়ে,
প্রতিটি কথা প্রতিটি ওয়াদা,
কখনও যাবে না মুছে।
মহীয়সী, কই তুমি?
তোমায় খুজি ফিরি।
দিগন্ত হতে দিগ্বিদিক এই আমি।
এ কেমন কি খেলা?
কেন দাওনা ধরা?
অনেক সুন্দর লিখেছেন মি. মাহমুদুর রহমান। প্রত্যেকটি শব্দ যেন ভীষণ সতর্কতার সাথে ব্যবহার করা হয়েছে। দারুণ একটি অনুভূতির প্রকাশও স্পষ্ট হয়ে উঠে এসেছে।
ধন্যবাদ,অনেক ধন্যবাদ আপনাকে।
চলনসই লেখা।
এ কথাই আমার সন্তুষ্টির জন্য যথেষ্ট।
ভালো থাকবেন।
বেশ লিখেছেন মাহমুদুর রহমান ভাই। অনেকদিন পর আপনার লেখা পড়লাম।
আপনার আগমনেই আমি খুশী হয়েছি।আরও আনন্দবোধ করলাম যখন দেখলাম আপনি পড়েছেন।
কৃতজ্ঞতা জানবেন ভাই।