একাকী জীবন

চোখের জলে ভিজে গেল,
মনের যত আবেগ।
জোছনা রাশি ঢেকে দিলো,
ইশান কোনের মেঘ।
সেই মেঘ বরষাতে শুরু,
যত সর্বনাশ।
বজ্রের মাথায় আটকে গেল,
অস্থির দীর্ঘশ্বাস।
তখন থেকে শুরু হলো,
কষ্টে ভরা জীবন।
অসম প্রেমের পাঠশালাতে,
অরণ্যে রোদন।
অমানিশা এলো ধেয়ে,
প্রকৃতির খেয়ালে।
স্বপ্নগুলো আটকে গেলো,
আবদ্ধ দেয়ালে।
টুপটাপ খসে গেলো,
যত খুশির ক্ষণ।
তোমার চলে যাওয়াই হলো,
আমার একলা জীবন।
এখন আমি একলা থাকি ,
একলা থাকে মন।
অতীত স্মৃতি বুকে নিয়ে,
কাটছে এ জীবন।

4 thoughts on “একাকী জীবন

  1. সিম্পলি বেস্ট ওয়ান। অভিনন্দন কবি মি. ইসিয়াক। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।