আজ ২৫শে ফেব্রুয়ারি ২০১৭। বিগত ২০১৬ সালের এই দিনে আমার সৃষ্টিকর্তার অনেক আদরের বান্দা , আমার মোহাম্মদে রসুলের উম্মত আমাদের জ্যৈষ্ঠ কন্যা এবং আমার গানের পাখি তার নিজের ৩৪ দিন বয়সের প্রথম পুত্র রাফসান চৌধুরী সহ আমাদের সবাইকে ছেড়ে ক্ষণিকের জন্য এসে তার নানা সৌরভ বিলিয়ে দিয়ে চলে গেছে তার আপন ঠিকানায়। সৃষ্টিকর্তার এমনই ইচ্ছা ছিল তাই তিনি নিয়ে গেছেন।
সে ছিল আমার সকল কাজের এমনকি আমার এই যাবতীয় লেখালেখির উৎসাহ, প্রেরণা এবং আমার সমস্ত পরিবারের পথিকৃৎ, আমার বংশের অলংকার। আমার লেখা গানগুলিতে সুর দিয়ে আমাকে গেয়ে শোনাত। বলতাম, আব্বু আমার এই এমন চরিত্রের জন্য একটা নাম প্রয়োজন, কি নাম দেব?
আব্বু এই নামটা দাও।
লেখা শেষ হলে বলতাম এই গল্পের বা এই বইয়ের একটা নাম দাও
আব্বু এই নাম দাও
তাই দিতাম। লেখার সময় বানান সন্দেহ হলে ওর কাছেই জেনে নিতাম।
আমার সর্ব শেষ গীত কবিতার বইটি ওরই এডিট করা, ওর নামকরণ করা এবং ওরই প্রচ্ছদ বাছাই করা। বইটা এবার বই মেলায় প্রকাশ করার ইচ্ছা ছিল কিন্তু সে শক্তি আর আমি পাইনি। ও যাবার পর এখনও কম্পিউটার অন করে My Books নামের folder এ এলেই সেই মুখ সামনে এসে দাঁড়ায় আর আমার সমস্ত শরীর মন প্রাণ স্তব্ধ হয়ে যায়, কী বোর্ড চলতে চায় না চোখের পানিতে ভিজে যায়। আমার চারিদিক আধারে ভরে যায় কিছুই করা হয় না কিছুই পারি না।
(এই সেই রাফসান চৌধুরী [মা এর দেয়া নাম। জন্ম ২২শে জানুয়ারি ২০১৬] যে এখনও জানে না পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মা ওকে এই বিশ্ব মায়ের কাছে ছেড়ে চলে গেছে ওপাড়ে-বিগত ০৩/০২/২০১৭ তারিখের ছবি, http://rafsancy.blogspot.com/)
আমার প্রিয় ব্লগ বন্ধুদের কাছে সবিনয় অনুরোধ সবাই আমার সেই মেয়ে তানজিমা খালিদ এবং তার রেখে যাওয়া স্মৃতি ওর সন্তান রাফসান চৌধুরীর জন্য দোয়া করবেন।
মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তানজিমা খালিদকে জান্নাত দান করেন। আমিন।
হে আল্লাহ তুমি মা হারা রাফসান চৌধুরীর সামগ্রিক কল্যান দান করো। আর অামাদের প্রিয় বড় ভাই খালিদ ওমর ভাইকে ধৈর্য্য ও সুস্থতা দাও। আমিন।
আমিন! মালেক ভাই।
সালাম,আল্লাাহ এ শূন্যতা সইবার মানসিক শক্তি দান করুন।
রাফসান কে সামগ্রিক কল্যান দান করো
আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন।
আপা, কিছু বলার নেই। আপনাদের দোয়াই এখন আমার কাম্য।
পরম করুণাময় এই কষ্ট সহ্য করার শক্তি আপনাকে দিন, যে অমূল্য সম্পদ হারিয়েছেন তার বিদেহী আত্মার শান্তি ও শান্তিময় পারলৌকিক জীবন দিন প্রার্থনা করি। মন শক্ত করুন।
মনতো শক্ত করতেই চাই, নিজের সাথে অনবরত যুদ্ধ করছি কিন্তু কিছুতেই পেরে উঠছি না মাহবুব ভাই।
আল্লাহ আপনাকে ধৈর্যশক্তি দান করুন। অশেষ করুনা ও মঙ্গল প্রার্থনা করি আল্লাহর দরবারে রাফসান চৌধুরির জন্য। আল্লাহ তানজিমা খালিদকে বেহেস্ত নসীব করুন। আমীন। আল্লাহ রাহমানুর রাহীম আমাদের সবাইকে রহমত করুন। আমীন।
আমীন! আনুভাই, ফারহানাকে বলবেন ওদের জন্য দোয়া করতে।
আল্লাহ পাক তাদের জান্নাত নসীব করুন এবং আপনাকে শোক সইবার শক্তি দান করুন।
আমীন। আমীন। ছুম্মা আমীন।
ছুম্মা আমীন। পাগলা ভাই।
সালাম জানবেন বন্ধু। পোস্টে আসতে দেরি হলো। সরি।
মি. রাফসান চৌধুরী’র জন্য অনেক অনেক স্নেহ ভালোবাসা জানালাম।
ভালো থাকুন। মনে ধৈর্য্য রাখুন বন্ধু।
রাফসান সাহেব এখন চাচীর সাথে ফেনিতে ভালই আছে। আমাদের দেখেই চিনতে পেরে কোলে এসেছে। খেলা করেছে। কিন্তু যখনই মনে ও আর কোনদিন ওর মাকে দেখতে পাবে না তখন আর নিজেকে সামাল দিতে পারি না। শুধু দোয়া করবেন।
ইনশাআল্লাহ বন্ধু।