জেগে থাকা আশা

জেগে রয়েছে ধরিত্রী আঁধার রাতে।
বাতাসেরা বল্গাহীন ঘোড়া ছোটায় ধরাতে।
ক্ষীন শিখা হয়ে পাহারায় তারারা থাকে।
বিজলিরা আকাশে মানচিত্র আঁকে।
ফুঁসে উঠে সাগরের ফেনিল ঊর্মি।
আবর্তনে চক্রাকারে প্রলয় ঘূর্ণি।
জেগে আছে মা সন্তানের শিযরে ।
দুর্দশা দুর্ভাবনা অনন্ত ঘিরে।
একাকি দ্বীপে গোর্কির রাশ ছিড়ে।
পোহাবে কি কাল রাত অমানিশা চিরে।
প্রবল ঝড়ে ছড়ায় মেঘ প্রতন্ত সীমায়।
সজল সলিল বর্ষাতে বসুন্ধরায়।
কুহেলিকা কেটে আশা জাগে কি আগামী মৌসুমের।
শুভ্র রেখা দেখা যাবে কি সোনালী প্রভাতের?

4 thoughts on “জেগে থাকা আশা

    1. সালাম দাদা,ভাল লাগল জনে ,আমি মনে করি আপনি একাই এক শ।
      শুভ কাামনাhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      1. আপনার মন্তব্যটি ঠিক বুঝলাম না। আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমাকে পচাচ্ছেন!

মন্তব্য প্রধান বন্ধ আছে।