পহেলা আষাঢ়………..

আকাশে মেঘের গুড়গুড় কিংবা
ঝিরিঝিরি বৃষ্টির শব্দ শোনা যাক বা নাই যাক
আজ পহেলা আষাঢ়।
ফুলবতী না হলেও বর্ষার পরশে যেন
যৌবনবতী হয়েছে কদমের ডালগুলো।
কিছুদিনের মধ্যে বনে বনে হেসে উঠবে কেয়া-কদম আর জুঁই-চামেলি।
গ্রীষ্মের তীব্র তাপদাহের পর প্রকৃতিকে
শীতল করতে আসে বর্ষা,
বৃষ্টিধারায় সিক্ত হয়ে প্রাণ ফিরে পায়
সবুজ প্রকৃতি।
রিমঝিম বৃষ্টিতে ভিজে বাঙালির
শৈশব কাটে তুমুল আনন্দে,
দুরন্ত কিশোর-কিশোরী আনন্দে
গায়ে মাখে বৃষ্টির ফোঁটা।
কবিরা রচনা করেছেন হাজারো গান কবিতা,
আকাশে মেঘের গুড়গুড় কিংবা
ঝিরিঝিরি বৃষ্টির শব্দ শোনা যাক বা নাই যাক
আজ পহেলা আষাঢ়…………

— ফারজানা শারমিন

13 thoughts on “পহেলা আষাঢ়………..

  1. "কিছুদিনের মধ্যে বনে বনে হেসে উঠবে কেয়া-কদম আর জুঁই-চামেলি।
    গ্রীষ্মের তীব্র তাপদাহের পর প্রকৃতিকে, শীতল করতে আসে বর্ষা,
    বৃষ্টিধারায় সিক্ত হয়ে প্রাণ ফিরে পায়, সবুজ প্রকৃতি।"

    আষাঢ়ের প্রথম লগনে শীতল শুভকামনায় শুভেচ্ছা কবি ফারজানা শারমিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অনেক ধন্যবাদ কবি……..

  2. 'আকাশে মেঘের গুড়গুড় কিংবা ঝিরিঝিরি বৃষ্টির শব্দ শোনা যাক বা নাই যাক
    আজ পহেলা আষাঢ়।' ভুলেই গিয়েছিলাম। তাই তো !! আপনি স্মরণ করিয়ে দিলেন কবি। 

    1. অনেক ধন্যবাদ কবি………

  3. বাংলাদেশে আজ পহেলা আষাঢ়। আমাদের আগামীকাল। শুভেচ্ছা দিদি ভাই। 

    1. শুভেচ্ছা আপনাকেও…….

  4. আজ পহেলা আষাঢ়। কদম ও চালিতা ফুলের শুভেচ্ছা বোন ফারজানা শারমিন।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ আপনাকে………

  5. আষাঢ় এর প্রথম দিনে কদম ফুলের শুভেচ্ছা আপা। :)

    1. আপনাকেও শুভেচ্ছা ………

  6. আষাড়িয়া শুভেচ্ছা রইলো কবি। :)

    1. শুভেচ্ছা রইলো……..

  7. আষাঢ়ের শুভেচ্ছা রইল। আশা করি ভালো থাকবেন সবসময়। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।