সুখের দাম ১০০০ কোটি টাকা

কয়েকদিন আগে সুইস ব্যাংক সহ কয়টা বিদেশি ব্যাংকে গিয়া কইলাম ১ কেজি সুখ দেন ভাই। বেটারা কইলো আমাগো কাছে যত সুখ ছিল সবতো আপনেগো দেশের গরীব মানুষেরা নিয়া গেছে।
তাইলে কি করা যায় ভাই, আমার অন্তত ১কেজি সুখের খুব বেশি দরকার, রাইতে ঘুম হয়না দাতে ধার নাই কিছু খাইতে পারিনা, কি করি?
আপনেরে আমাগো লাস্ট স্টক থেকে কিছু দিতে পারি।
কি দর ভাই?
দাম বেশি না, মাত্র ১০০০ কোটি টাকা কেজি।
থাক ভাই এত সস্তার সুখ আমার লাগবোনা।
হায়রে সুখ! তোর জন্যে কত খুন, ব্যাভিচার, অনাচার, অবিচার!

3 thoughts on “সুখের দাম ১০০০ কোটি টাকা

  1. একহাজার কোটি টাকার সুখ ত অল্পই দাম কবি দা

    অনেক শুভেচ্ছা রইল

  2. হায়রে সুখ! তোর জন্যে কত খুন, ব্যাভিচার, অনাচার, অবিচার! :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।