আজি মেঘ গরজিছে শ্রাবণ আকাশে
গুরু গুরু ডাকে দেয়া সুবাসিত বাতাসে।।
ঘনঘটা বেজে শোন পিয়ালের বনে
উথলে বিরহ জ্বালা প্রিয়ার মনে
এ লগনে তারে বলা যায় কি আভাসে
যদি না বাতাস বহে বকুল সুবাসে।।
ধীরে ধীরে বরষণে মন নিশীথে
পুলকিত হরষে চায় তারে দেখিতে
না দেখিয়া তারে ভাবি নিরলে বসে
সেও বুঝি ডাকে মোরে এমনি ফুল বাসে।।
চমৎকার এক আষাঢ়ের গীতি কবিতা অনেক শুভেচ্ছা রইল কবি দা
খালিদ ভাই,
শুভকামনা রইল।
এই কবিতাটি কি সূর দিয়েছিলেন?
বেশ ছন্দময় কাব্যিক।
অসামান্য কবিতায় একরাশ শুভ কামনা প্রিয় কবি